নয়াদিল্লি, 17 অক্টোবর : 24 ঘণ্টা আগে নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে (Congress Working Committee Meeting) সোনিয়া জানিয়ে দিয়েছেন, আপাতত তিনিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী ৷ সেই বৈঠককেই একপ্রকার নস্যাৎ করে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মনমোহন সিং জমানার প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী নটবর সিং ৷
আরও পড়ুন : Sonia Gandhi : আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী, বিক্ষুব্ধদের জবাব সোনিয়ার
গত বছর থেকেই কংগ্রেসে (Congress) সাংগঠনিক নির্বাচন চেয়ে সরব দলের নেতাদের একাংশ ৷ যাঁরা এই দাবি তুলেছেন, তাঁদের জি-23 বলা হচ্ছে ৷ কারণ, 23 জন নেতা এই দাবিতে চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধিকে ৷ সেই তালিকায় গুলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো বর্ষীয়ান কংগ্রেস নেতাও ছিলেন ৷ এই নেতারা পরবর্তী সময়েও একই দাবিতে সরব হয়েছিলেন ৷ মূলত তাঁদের দাবিতেই ডাকা হয়েছিল ওয়ার্কিং কমিটির বৈঠক ৷