নয়াদিল্লি, 20 জুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress President Sonia Gandhi discharged from hospital) ৷ সোমবার সন্ধ্যায় তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পান ৷ দলীয় সূত্রে খবর, কংগ্রেস সভানেত্রীকে আপাতত বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ গত 2 জুন সোনিয়ার করোনা সংক্রমণ ধরা পড়ে ৷ 12 জুন তিনি হাসপাতালে ভর্তি হন ৷
এদিন কংগ্রেস সভানেত্রীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ টুইটারে তিনি লেখেন, "আজ সন্ধ্যায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷" কোভিড সংক্রমণের পর নাক থেকে রক্তপাত হওয়ায় সোনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আগে জানিয়েছিলেন রমেশ ৷