নয়াদিল্লি, 19 অক্টোবর:দলের পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) অভিনন্দন জানালেন তাঁর পূর্বসূরি সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ মল্লিকার্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন গান্ধি পরিবারের অপর দুই সদস্য রাহুল গান্ধি (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi Vadra) ৷
বুধবার কংগ্রেসের সভাপতি নির্বাচনের (Congress President Election) ফল ঘোষণা করা হয় ৷ প্রত্যাশা মতোই শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মল্লিকার্জুন খাড়গে ৷ তারপরই এদিন মল্লিকার্জুনের বাড়িতে পৌঁছে যান সোনিয়া এবং প্রিয়াঙ্কা ৷ সেখানেই নতুন সভাপতিকে অভিনন্দন জানান দলের দুই শীর্ষ নেত্রী ৷ মল্লিকার্জুনের স্ত্রী রাধাভাই খারগের সঙ্গেও দেখা করেন তাঁরা ৷
আরও পড়ুন:'কংগ্রেসের মল্লিকা বনে...', দলিত-রাজেই আস্থা হাতের
অন্যদিকে, ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে ব্যস্ত রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বর্তমানে তিনি রয়েছেন অন্ধ্রপ্রদেশে ৷ তবে, দূরে থাকলেও মল্লিকার্জুনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাহুল ৷ তাঁর অভিনন্দন বার্তার মাধ্যম হয় টুইটার ৷ নতুন সভাপতির উদ্দেশে তিনি লেখেন, কংগ্রেসের এই পদ 'ভারতের গণতান্ত্রিক ভাবনাকেই প্রতিফলিত করে' ৷
রাহুল মনে করেন, আগামিদিনে মল্লিকার্জুনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কংগ্রেসকে সঠিক পথে নেতৃত্ব দেবে ৷ এদিন একটি টুইটে রাহুল লেখেন, "কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় মল্লিকার্জুন খাড়গেজিকে অভিনন্দন ৷ কংগ্রেসের সভাপতি আদতে ভারতের গণতান্ত্রিক ভাবনাকেই প্রতিফলিত করেন ৷ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং আদর্শগত প্রতিশ্রুতি দলের অনেক কাজে আসবে ৷ কারণ, তিনি এক ঐতিহাসিক দায়িত্ব নিয়েছেন ৷"
প্রসঙ্গত, এদিন নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই কংগ্রেস সভাপতি পদে জয়ী হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্য়ান মধুসূদন মিস্ত্রী ৷ তিনি জানান, "সব মিলিয়ে মোট 9 হাজার 385টি ভোট পড়েছে ৷ এর মধ্যে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন 7 হাজার 897টি ভোট এবং শশী থারুর পেয়েছেন 1 হাজার 72টি ভোট ৷ 416টি ভোট বাতিল হয়েছে ৷"