নয়াদিল্লি, 26 জুলাই: দিল্লির ইডি অফিসে দ্বিতীয়বারের জন্য হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সোমবার রায়বরেলির সাংসদকে ন্যাশনাল হেরাল্ডের হাওয়ালা সংক্রান্ত একটি মামলায় দ্বিতীয়বারের জন্য হাজিরার নোটিশ পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা (Sonia Gandhi Appears Before ED for Second Time Questioning in National Herald Money Laundering Case) ৷ এ দিন সকালে সোনিয়ার সঙ্গে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ইডি দফতরে যান ৷
ন্যাশনাল হেরাল্ডের হাওয়ালা মামলায় গত বৃহস্পতিবার সোনিয়া গান্ধিকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ সেদিন 2 ঘণ্টায় প্রায় 12টি প্রশ্ন করা হয় কংগ্রেস সভানেত্রীকে ৷ প্রথম দিনের জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের একবার নোটিশ পাঠানো হয় তাঁকে ৷ তার পর আজ সকালে ছেলে রাহুল গান্ধি এবং মেয়ে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ইডির অফিসে যান তিনি ৷ এ দিন দিল্লির ইডি অফিসের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল ৷