পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 12, 2022, 3:58 PM IST

Updated : Jun 12, 2022, 4:57 PM IST

ETV Bharat / bharat

Sonia Gandhi : করোনার রেশ, হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

হাসাপাতালে ভর্তি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ গত 2 জুন সোনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপরই কিছু সমস্যা দেখা দেয় তাঁর শরীরে ৷ তার জেরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ আপাতত সোনিয়ার অবস্থা স্থিতিশীল ৷

Sonia Gandhi admitted in hospital due to some corona related health problems
Sonia Gandhi: করোনার রেশ, হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি

দিল্লি, 12 জুন: হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ৷ দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ রবিবার কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রান্ত কিছু সমস্যা থাকাতেই সোনিয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ তবে তাঁর অবস্থা স্থিতিশীল ৷ আপাতত কংগ্রেস সভানেত্রীকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ৷

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) এই প্রসঙ্গে একটি টুইট করেছেন ৷ তাতে তিনি লিখেছেন, "কোভিড সংক্রান্ত কিছু সমস্যা থাকায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা স্থিতিশীল ৷ আপাতত কিছুদিন তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে ৷ যাঁরা নেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ও তাঁর জন্য শুভকামনা করেছেন, তাঁদের সকলকে এবং কংগ্রেসের সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাতে চাই ৷"

আরও পড়ুন:Presidential Poll : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার পর তৎপর সোনিয়াও, কথা বিরোধী নেতৃত্বের সঙ্গে

প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি মামলায় সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি (Enforcement Directorate) ৷ কিন্তু, গত 2 জুন সোনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ তার জেরে ইডি-র কাছে হাজিরার জন্য আরও কয়েকদিন সময় চেয়ে নেন সনিয়া ৷ প্রসঙ্গত, গত 8 জুন ইডি-র গোয়েন্দাদের সামনে উপস্থিত হওয়ার কথা ছিল সনিয়ার ৷ তবে, তিনি করোনায় আক্রান্ত হওয়ায় নতুন করে তাঁর নামে সমন পাঠানো হচ্ছে ৷ ইডি-র এক প্রতিনিধি জানিয়েছেন, 8 জুনের বদলে আগামী 23 জুন সোনিয়াকে সংস্থার দফতরে আসতে হবে ৷ সেই অনুসারেই নতুন সমন তৈরি করা হয়েছে ৷ একই ঘটনায় আগামী 13 জুন সোনিয়ার ছেলে তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকেও হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি ৷

প্রসঙ্গত, এর আগে রাহুলকে গত 2 জুন ইডি-র দফতরে হাজির হতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন ৷ তাই কেন্দ্রীয় সংস্থাকে হাজিরার তারিখ বদলের আবেদন জানান তিনি ৷ সেই অনুসারেই 2 জুনের বদলে আগামী 13 জুন দিল্লিতে ইডি-র সদর দফতরে রাহুলকে উপস্থিত হওয়ার জন্য নতুন করে সমন পাঠানো হয় ৷

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইডি-র তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন সোনিয়া গান্ধি ৷ সুস্থ হয়ে উঠলেই গোয়েন্দাদের মুখোমুখি হবেন 75 বছরের নেত্রী ৷ যদিও দলের বক্তব্য, রাহুল ও সোনিয়াকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি ৷ তাঁরা কোনও দুর্নীতির সঙ্গেই যুক্ত নন ৷ আসলে রাজনৈতিক ফায়দা লুটতেই তাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে ৷ স্থির হয়েছে, সোমবার রাহুল যখন ইডি-র মুখোমুখি হবেন, তখনই এই তদন্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ দেখাবে কংগ্রেস ৷

Last Updated : Jun 12, 2022, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details