পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 13, 2023, 9:54 AM IST

Updated : May 13, 2023, 11:32 AM IST

ETV Bharat / bharat

Sonia-Priyanka in Shimla: কর্ণাটকে এগিয়ে কংগ্রেস! সিমলা থেকে দক্ষিণে নজর সোনিয়া-প্রিয়াঙ্কার

আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৷ 224 টি আসনের এই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস ও বিজেপির মধ্যে ৷ আছে আঞ্চলিক দল জেডিএসও ৷ তবে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে কংগ্রেসই ৷ এই বিশেষ দিনে সিমলায় রয়েছেন সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধি ৷

Karnataka Election result 2023
সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধি

সিমলা (হিমাচল প্রদেশ), 13 মে: চলছে ভোটগণনা ৷ কর্ণাটক নির্বাচনের ফল ঘোষণা হবে আর কয়েক ঘণ্টা পরেই ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রাথমিক গণনায় এগিয়ে আছে কংগ্রেস ৷ এই টানটান উত্তেজনার মধ্যে শনিবার সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধি কিন্তু কর্ণাটকে নেই ৷ দিল্লিতেও নেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক । তাঁরা এখন সিমলায় ৷ ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ দলীয় সূত্রে খবর, শিমলা থেকে সোনিয়া ও প্রিয়াঙ্কা কর্ণাটক নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখছেন ৷ দলের নেতাদের থেকে ফোনে প্রতি মুহূর্তের খোঁজ-খবর নিচ্ছেন।

224 টি বিধানসভা আসনের এই রাজ্যটিতে ম্যাজিক ফিগার 113 ৷ এদিন গণনার শুরু থেকেই দক্ষিণের এই রাজ্যটিতে এগিয়ে আছে কংগ্রেস ৷ প্রাথমিক গণনা অনুযায়ী 117 টি আসনে এগিয়ে আছে কংগ্রেস ৷ বিজেপি 72টি এবং ডেজিএস 29টি আসনে এগিয়ে রয়েছে ৷ শুক্রবারই সিমলা পৌঁছেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আর শনিবার প্রথম ফ্লাইটে প্রথমে চণ্ডীগড়ে যান সোনিয়া গান্ধি৷ তারপর সেখান থেকে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সঙ্গে হেলিকপ্টারে শিমলা পৌঁছন প্রবীণ কংগ্রেস নেত্রী ৷ মনে করা হচ্ছে রাহুল গান্ধিও সিমলায় যাবেন ৷ সূত্রে জানা গিয়েছে, এক-দু'দিনের মধ্যেই তিনি মা ও বোনের কাছে পৌঁছবেন ৷

আরও পড়ুন: 115টি আসনে এগিয়ে কংগ্রেস, লড়াইয়ে বিজেপি-জেডিএসও

শনিবার সকালে কর্ণাটকের ফল ঘোষণার দিন সিমলার ঝাকো মন্দিরে গেলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ সেখানে তাঁকে মন্দিরে আরতি করতে দেখা গেল৷ তারপর মন্দিরে ধ্যান-প্রার্থনায় কিছুটা সময় কাটান ৷ এরপর সেখান থেকে বেরবার পথে সাধারণের চোখে পড়ে যান ৷ এক বৃদ্ধাকে জড়িয়ে ধরার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ৷

এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনী প্রচারে বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালিয়েছে কংগ্রেস ৷ এমনকী বর্ষীয়ান কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধিও কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ৷ তবে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷

Last Updated : May 13, 2023, 11:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details