নয়াদিল্লি, 11 নভেম্বর: গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গান 'সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স' বিভাগে । বাজরার স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণের উপকারিতা প্রচারে সরকারের প্রচেষ্টা তুলে ধরা হয়েছে ওই গানে। চলতি বছর রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মিলট বছর হিসাবে ঘোষণা করেছে ৷ আর তাকে উদ্দেশ্য করেই এই গানটি লেখা হয়েছে ৷ গানটি গেয়েছেন মুম্বইয়ে জন্মগ্রহণকারী গায়িকা-গীতিকার ফাল্গুনী শাহ এবং গায়ক গৌরব শাহ ৷ গানটি লিখেছেন ফাল্গুনী এবং গৌরব ৷ গানটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাবানডান্স ইন মিলেট’।
এই গানে চলতি বছরের মার্চ মাসে দিল্লিতে গ্লোবাল মিলেটস (শ্রী অন্ন) সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদির দেওয়া বক্তৃতার বিশেষ অংশগুলি রয়েছে ৷ 'দ্য অ্যাবডেন্স ইন মিল্টস' এই বছরের জুনে প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক মিলেটস-2023 উদযাপন উপলক্ষে। 2023 সালকে ভারতের প্রস্তাবের উপর ভিত্তি করে 'আন্তর্জাতিক মিলেট বছর' হিসাবে মনোনীত করা হয়েছে যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার গভর্নিং বডি এবং রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 75 তম অধিবেশনে গৃহীত হয় ৷
ভারতে উৎপাদিত বাজরার সাধারণ প্রকারের মধ্যে রয়েছে মুক্ত বাজরা (বাজরা), জোয়ার, রাগি, এবং ছোট বাজরা যেমন ফক্সটেইল বাজরা, বার্নইয়ার্ড বাজরা, কোডো বাজরা, প্রসো মিলেট, সামান্য বাজরা এবং দুটি পৃথক বাজরা, যেমন বাকউইট এবং অ্যামরান্থাসি ৷ মিলেটের উপকারিতা, এই বিশ্ব ক্ষুধার বাজারে তাঁর জন্য একটি প্রচারমূলক গানেরে নেপথ্যের কারিগর ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।