পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonbhadra: রেলকর্মীদের সহায়তায় স্টেশনেই সন্তানের জন্মদিলেন মহিলা - স্টেশনেই সন্তানের জন্মদিলেন অন্তঃসত্ত্বা মহিলা

ডাউন মুড়ি এক্সপ্রেস ট্রেনে ওঠার কিছুক্ষণ পর থেকেই মধ্যপ্রদেশের এক গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে (delivery at railway station)। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই মহিলাকে দ্রুত উত্তর প্রদেশের সোনভদ্র রেল স্টেশনে নামানো হয় । সেখানে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের সাহায্য ছাড়াই গর্ভবতী মহিলার প্রসব করালেন রেলকর্মীরা ৷

Sonbhadra
স্টেশনেই সন্তানের জন্মদিলেন অন্তঃসত্ত্বা মহিলা

By

Published : Feb 18, 2023, 10:41 PM IST

সোনভদ্র (উত্তরপ্রদেশ):রেলকর্মীদের সহায়তায় স্টেশনেই সন্তানের জন্ম দিলেন এক মহিলা (Sonbhadra news) ৷ শুক্রবার গভীর রাতে সোনভদ্র রেলস্টশনের ঘটনা ৷ এদিন ডাউন মুড়ি এক্সপ্রেসে করে পাঠানকোট থেকে চোপন যাচ্ছিলেন সাগর ও তাঁর গর্ভবতী স্ত্রী পুনম । সোনভদ্র রেলওয়ে স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে হঠাৎই ওই মহিলার প্রসব বেদনা শুরু হয় । বিষয়টি কর্তব্যরত দুই আরপিএফ কনস্টেবল উমাকান্ত যাদব এবং কৃপাশঙ্কর ভার্মার নজরে পড়তেই তাঁরাই সাহায্যের জন্য এগিয়ে আসেন (delivery at railway station) ৷ কোনওরকমে ওই মহিলাকে ট্রেন থেকে নামানোর ব্যবস্থা করেন ৷ তবে হাসপাতালে যাওয়ার আগেই স্টেশনের মধ্যে ওই মহিলা সন্তান প্রসব করেন ৷

স্টেশন মাস্টার অজয় ​​কুমার জানান, মধ্যপ্রদেশের সিংগ্রাউলির বাসিন্দা সাগর ও তাঁর স্ত্রী পুনম ডাউন মুড়ি এক্সপ্রেসে যাচ্ছিলেন (Sonbhadra Railway Station ) । ট্রেনেই তাঁর স্ত্রী'র প্রসব বেদনা শুরু হয় । খবর পেয়ে আরপিএফ এবং অন্যান্য রেল কর্মীদের সমস্ত বিষয়টি জানানো হয় । আরপিএফ কর্মী ছাড়াও টিকিট পরিদর্শক দুর্গেশ সিং চৌহান, মহিলা কর্মী সম্যুক্ত শুক্লা এবং আজাদ শাহের সহায়তায় মহিলাকে সোনভদ্র রেলস্টেশনে নামানো হয় জরুরি ভিত্তিতে ৷ রাত 10:35 নিমিট নাগাদ স্টেশনেই সন্তানের জন্ম দেন ওই মহিলা । চিকিৎসক এবং স্বাস্থকর্মীদের অনুপস্থিতিতে রেলকর্মীরা নিরাপদে ওই মহিলাকে প্রসব করান ৷ প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত আরপিএফ কর্মীরাই অ্যাম্বুলেন্সে করে মা ও নবজাতককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ৷

রাওয়াতগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি মা ও শিশু (Child Birth in Station) ৷ দু‘জনেই সুস্থ আছেন ৷ রেলকর্মী থেকে শুরু করে আরপিএফ সকলের মানবিতার প্রশংসা করেন রেলযাত্রীরা ৷ স্ত্রী ও সন্তানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় রেলকর্মীদের ধন্যবাদ জানাতে ভোলেননি সাগরও ৷ রেলকর্মীদের জন্য স্ত্রী যে নিরাপদে সন্তান জন্ম দিয়েছেন তাও উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন: মহিলা রেল পুলিশের সাহায্যে ট্রেনেই সন্তান প্রসব

ABOUT THE AUTHOR

...view details