পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonali Phogat Death ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে সোনালির, সামনে এল প্রাথমিক তদন্তের রিপোর্ট - Sonali Phogat Death

তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণেই মৃত্যু হয়েছে সোনালির (Sonali Phogat) ৷ একই সঙ্গে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, ওই মাদক তাঁকে জোর করে পান করানো হয়েছিল ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 26, 2022, 3:54 PM IST

Updated : Aug 26, 2022, 6:41 PM IST

পানাজি, 26 অগস্ট: বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যু ঘিরে নয়া তথ্য উঠে এল । তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণেই মৃত্যু হয়েছে সোনালির ৷ সুধীর সাঙ্গওয়ান এবং সুখবিন্দর সিং নামে দুই ব্যক্তি সোনালির সঙ্গে গোয়ায় ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ । সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত সুধীর এবং তাঁর সহযোগী সুখবিন্দর সোনালির সঙ্গে একটি ক্লাবে পার্টি করছিল ।

আইজিপি ওমভীর সিং বিষ্ণোই জানিয়েছেন, একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্তদের একজন সোনালিকে জোর করে একটি তরল পদার্থ খাওয়ান । পরে সুখবিন্দর এবং সুধীর স্বীকার করেছে যে তাঁরা ইচ্ছাকৃতভাবে ওই তরলে একটি বিষাক্ত রাসায়নিক মিশিয়ে সোনালিকে পান করিয়েছিল ৷

এই দুই ব্যক্তির নামে থানায় প্রথম অভিযোগ দায়ের করেন সোনালির ভাই রিঙ্কু । পরিবারের তরফে অভিযোগ করা হয়, হরিয়ানার বিধায়ক গোপাল কান্ডারের হয়ে সুখবিন্দর কাজ করত । এই ঘটনার পর তাঁর থেকে সাহায্য চেয়েছিল সুখবিন্দর । এদিকে গোয়া মেডিক্যাল কলেজে বৃহস্পতিবার সোনালীর ময়নাতদন্ত হয় । সেখান থেকেই জানা যায়, তাঁর শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল ।

আরও পড়ুন: ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

Last Updated : Aug 26, 2022, 6:41 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details