পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonali Phogat Death Case: সোনালি ফোগতের তদন্তে এবার সিবিআই, শাহকে চিঠি গোয়ার মুখ্যমন্ত্রীর

বিজেপি নেত্রী সোনালি ফোগতের মৃত্যুর (Sonali Phogat Death Case) তদন্ত এ বার থেকে করবে সিবিআই (CBI) হাতে ৷ গোয়ার মুখ্যমন্ত্রী (Goa Chief Minister) প্রমোদ সাওয়ান্ত এ কথা জানিয়েছেন ৷

Sonali Phogat death case investigation to be handed over to CBI: Goa Chief Minister Pramod Sawant
সোনালি ফোগতের তদন্তে এবার সিবিআই, শাহকে চিঠি গোয়ার মুখ্যমন্ত্রীর

By

Published : Sep 12, 2022, 12:48 PM IST

Updated : Sep 12, 2022, 3:16 PM IST

পানাজি (গোয়া), 12 সেপ্টেম্বর:বিজেপি নেত্রী সোনালি ফোগতের মৃত্যুর (Sonali Phogat Death Case) তদন্তভার তুলে দেওয়া হল সিবিআই-এর (CBI) হাতে ৷ গোয়ার মুখ্যমন্ত্রী (Goa Chief Minister) প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, এ বার থেকে সোনালির মৃত্যুর তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গোয়া পুলিশ ও হরিয়ানা পুলিশের করা তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল সোনালির পরিবার ৷ সেই কারণেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি উঠেছিল ৷

গোয়ার মুখ্যমন্ত্রী (Pramod Sawant) বলেছেন, "আমরা সোনালি ফোগতের মৃত্যু মামলা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছি ৷ হরিয়ানা ও তাঁর পরিবারের তরফ থেকে প্রতিনিয়ত আমাদের কাছে দাবি জানানো হচ্ছিল যে, এই তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া উচিত ৷ আমি আজই এই নিয়ে চিঠি লিখব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ৷"

আরও পড়ুন:সোনালি ফোগতের মৃত্যুর তদন্তে হরিয়ানায় জরুরি প্রমাণ হাতে পেল গোয়া পুলিশ

22 অগস্ট গোয়ায় গিয়েছিলেন বিগবস খ্যাত সোনালি ফোগত ৷ সেখানে অনজুনার একটি হোটেলে ছিলেন তিনি ৷ 23 অগস্ট রাতে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ গোয়া পুলিশ জানিয়েছে, সোনালিকে মেথামফেটামাইন ওষুধ দেওয়া হয়েছিল ৷ কার্লিস রেস্তোরাঁর শৌচালয় থেকে সেই ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত সোনালির ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান ও তাঁর বন্ধু সুখবিন্দর সিং-সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Last Updated : Sep 12, 2022, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details