পানাজি (গোয়া), 12 সেপ্টেম্বর:বিজেপি নেত্রী সোনালি ফোগতের মৃত্যুর (Sonali Phogat Death Case) তদন্তভার তুলে দেওয়া হল সিবিআই-এর (CBI) হাতে ৷ গোয়ার মুখ্যমন্ত্রী (Goa Chief Minister) প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, এ বার থেকে সোনালির মৃত্যুর তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গোয়া পুলিশ ও হরিয়ানা পুলিশের করা তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল সোনালির পরিবার ৷ সেই কারণেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি উঠেছিল ৷
গোয়ার মুখ্যমন্ত্রী (Pramod Sawant) বলেছেন, "আমরা সোনালি ফোগতের মৃত্যু মামলা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছি ৷ হরিয়ানা ও তাঁর পরিবারের তরফ থেকে প্রতিনিয়ত আমাদের কাছে দাবি জানানো হচ্ছিল যে, এই তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া উচিত ৷ আমি আজই এই নিয়ে চিঠি লিখব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ৷"