পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonali Phogat Death Case: সোনালি ফোগতের মৃত্যুর তদন্তে হরিয়ানায় জরুরি প্রমাণ হাতে পেল গোয়া পুলিশ

বিজেপি নেত্রী সোনালি ফোগতের মৃত্যুর তদন্তে (Sonali Phogat death case) হরিয়ানায় গিয়ে জরুরি বেশ কিছু প্রমাণ হাতে পেল গোয়া পুলিশ ৷ এ কথা জানিয়েছেন উত্তর গোয়ার পুলিশ সুপার শোভিত সাক্সেনা (Goa Police finds crucial evidence in Haryana)৷

Sonali Phogat Death Case: Goa Police finds crucial evidence in Haryana
সোনালি ফোগটের মৃত্যুর তদন্তে হরিয়ানায় জরুরি প্রমাণ হাতে পেল গোয়া পুলিশ

By

Published : Sep 2, 2022, 1:27 PM IST

Updated : Sep 2, 2022, 1:56 PM IST

পানাজি, 2 সেপ্টেম্বর: বিজেপি নেত্রী সোনালি ফোগতের (Sonali Phogat death case) মৃত্যু মামলার তদন্তে হরিয়ানায় গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেল গোয়া পুলিশ (Goa Police finds crucial evidence in Haryana)৷ শুক্রবার এ কথা জানিয়েছেন, উত্তর গোয়ার পুলিশ সুপার শোভিত সাক্সেনা ৷ তিনি জানান, তদন্ত প্রক্রিয়া সঠিক গতিতেই এগোচ্ছে ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগ থাকতে পারে এমন প্রতিটি অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি (Goa Police)৷

পুলিশ সুপার বলেছেন, "অপরাধের সঙ্গে কোন কোন বিষয়ের যোগ রয়েছে তা আমরা তদন্ত করে দেখছি ৷ যে সব ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷" পুলিশ জানিয়েছে, সোনালির দাদা রিঙ্কু ঢাকা অভিযোগ করেছেন যে, বিজেপি নেত্রীকে খুন করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান ও তাঁর বন্ধু সুখবিন্দর সিং ৷ সোনালির রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য এবং তাঁর সম্পত্তির লোভে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন নেত্রীর দাদা ৷

পুলিশ সুপার সাক্সেনা এই তদন্তের বিষয়ে বলতে গিয়ে আরও বলেন, "গোয়ায় একটি দল তদন্ত করছে ৷ তার বাইরেও আমরা একটি বিশেষ দল গঠন করেছি যারা হরিয়ানাতে গিয়েছে ৷ তারাই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য হাতে পেয়েছে ৷ এই দল বেশকিছু জরুরি প্রমাণ সংগ্রহ করেছে ৷" স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ সব দিক আলাদা আলাদা করে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, গোয়া পুলিশকে খুবই সাহায্য করছে হরিয়ানা পুলিশ ৷

আরও পড়ুন:প্রয়াত বিগবস খ্যাত বিজেপি নেত্রী সোনালি ফোগট, বয়স হয়েছিল 41

22 অগস্ট গোয়ায় গিয়েছিলেন বিগবস খ্যাত সোনালি ফোগত ৷ সেখানে অনজুনার একটি হোটেলে ছিলেন তিনি ৷ 23 অগস্ট রাতে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ গোয়া পুলিশ জানিয়েছে, সোনালিকে মেথামফেটামাইন ওষুধ দেওয়া হয়েছিল ৷ কার্লিস রেস্তোরাঁর শৌচালয় থেকে সেই ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত সোনালির ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান ও তাঁর বন্ধু সুখবিন্দর সিং-সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Last Updated : Sep 2, 2022, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details