আনন্দ (গুজরাত), 12 অগস্ট: কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে একটি মর্মান্তিক পথদুর্ঘটনায় ৷ বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে গুজরাতের আনন্দ জেলায় ৷ সোজিত্রা তেহসিলের ডালি গ্রামের কাছে একটি গাড়ি একটি অটোরিকশা এবং মোটরবাইককে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চার যাত্রী এবং দুই বাইক আরোহী ৷ গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (Son-in-law of Congress MLA Poonam Parmar allegedly rammed into auto rickshaw and motorbike in Anand Gujarat) ৷
তবে এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক রং লেগে গিয়েছে ৷ কারণ, ঘাতক গাড়িটির চালক পেশায় আইনজীবী কেতন রামন পাধিয়ার । তিনি সোজিত্রার কংগ্রেস বিধায়ক পুনম পারমারের জামাই ৷ তিনি কিয়া গাড়ি চালাচ্ছিলেন ৷ সপরিবার রাখি উৎসব সেরে গাড়িতে ফিরছিলেন কেতন ৷ বিধায়কের জামাইয়ের অবহেলার জন্যই এই দুর্ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে । শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷
আরও পড়ুন: মার্সিডিজের ধাক্কায় প্রাণ হারালেন রিকশাচালক