পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Father Kills Son: স্ত্রী'র সঙ্গে বিবাদের জেরে ছেলেকে কুয়োয় ছুড়ে ফেললেন ব্যক্তি ! নিজেও দিলেন ঝাঁপ - Son dies as Father threw him into well

স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল ছেলের ৷ 14 বছরের বালককে কুয়োতে ফেলে দেওয়ার অভিযোগ নিজের বাবার বিরুদ্ধে ৷ মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ছেলেটির ৷ অভিযুক্ত স্ত্রীকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷

Father threw son into well
কুয়োতে ছেলেকে ফেলে দিল বাবা

By

Published : Jun 27, 2023, 5:57 PM IST

নভসারি(গুজরাত), 27 জুন: স্ত্রী'র সঙ্গে ঝামেলার জেরে 14 বছরের ছেলেকে কুয়োয় ফেলার পর নিজেও সেই কুয়োয় ঝাঁপ দিল এক ব্যক্তি ৷ ঘটনায় ছেলের মৃত্যু হলেও ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের নভসারি জেলার খেরগাম গ্রামে ৷ খেরগাম থানার পুলিশ স্ত্রীর উপর হামলা এবং কুয়োয় ফেলে ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে ।

জানা গিয়েছে, খেরগাম গ্রামের পোমাপাল পালিয়া সোসাইটির বাসিন্দা জগদীশ রসিক প্যাটেলের সঙ্গে তাঁর 33 বছর বয়সি স্ত্রী পিনালের প্রায়শ্যই ঝগড়া হত । এমনকী তা হাতাহাতিতে পর্যন্ত গড়াত ৷ এই ঝামেলার কারণে গত তিন মাস ধরে পিনাল তাঁর মেয়ে আয়ুষী ও ছেলে জয়কে নিয়ে গ্রামের বাড়ি পিয়ার ভৈরবীতে থাকতে চলে যান। 15 দিন আগে ছেলে জয় তার বাবা জগদীশের সঙ্গে থাকতে আসে । জগদীশ রাগের মাথায় একদিন জয়কে মারধর করায় মা'কে ফোন করে সে কথা জানায় জয় ৷ এমনকী মা'কে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলে সে।

ছেলের কথামতো পিনাল তাঁর মেয়ে আয়ুষীকে নিয়ে পরবর্তীতে ছেলেকে ফিরিয়ে আনতে যান। কিন্তু জগদীশ সে সময় একটি ধারালো অস্ত্র নিয়ে পিনালের রাস্তা আটকে ভয় দেখায় বলে অভিযোগ । পিনাল ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বললে বেঁকে বসে জগদীশ ৷ এমনকী ক্ষোভে পিনালের পেটে, ঘাড়ে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে বলেও অভিযোগ ৷ সব দেখেশুনে মেয়ে আয়ুষী পুলিশকে খবর দেয় ৷ সে সময় জগদীশ ঘটনাস্থল থেকে পালিয়ে যান ।

আরও পড়ুন:8 বছরের ছেলেকে যৌন নিপীড়ন, বাবাকে 90 বছরের সাজা আদালতের

জগদীশ বাড়িতে পৌঁছে তাঁর ছেলে জয়কে বাড়ির উঠোনে নিয়ে গিয়ে কুয়োতে ফেলে দেয় এবং পরে নিজেও কুয়োয় ঝাঁপ দেয় । জগদীশের 60 বছর বয়সি মা লীলাবেন তাঁর ছেলেকে আটকাতে গিয়েও ব্যর্থ হন ৷ নাতিকে বাঁচাতে ঠাকুমা লীলাবেনও কুয়োয় ঝাঁপ দেন । কিন্তু তিনি কেবল জগদীশকে বাঁচাতে সক্ষম হন ৷ ইতিমধ্যেই গ্রামবাসীরা দড়ি নিয়ে কুয়োর কাছে পৌঁছয় ৷ জগদীশ সেই দড়ি ধরে কুয়ো থেকে বেরিয়ে আসে। কুয়োয় ডুবে যায় জয় ।

লীলাবেনকে উদ্ধার করে গ্রামবাসীরা ৷ ঘটনার খবর পেয়ে খেরগাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । তবে জগদীশ পালিয়ে যায় ৷ স্বামীর হামলায় পিনাল আহত হন ৷ তাঁকে চিকিৎসার জন্য রেফারেল হাসপাতালে ভরতি করা হয়েছে । গোটা ঘটনায় পলাতক ছিলেন অভিযুক্ত জগদীশ ৷ তাঁকে ধরতে তৎপর হয় খেরগাম থানার পুলিশ ৷ কয়েকঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ।

আরও পড়ুন:দ্বিতীয় বিয়েতে বাধা, দেরাদুনে 2 কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত বাবা !

ABOUT THE AUTHOR

...view details