নভসারি(গুজরাত), 27 জুন: স্ত্রী'র সঙ্গে ঝামেলার জেরে 14 বছরের ছেলেকে কুয়োয় ফেলার পর নিজেও সেই কুয়োয় ঝাঁপ দিল এক ব্যক্তি ৷ ঘটনায় ছেলের মৃত্যু হলেও ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের নভসারি জেলার খেরগাম গ্রামে ৷ খেরগাম থানার পুলিশ স্ত্রীর উপর হামলা এবং কুয়োয় ফেলে ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে ।
জানা গিয়েছে, খেরগাম গ্রামের পোমাপাল পালিয়া সোসাইটির বাসিন্দা জগদীশ রসিক প্যাটেলের সঙ্গে তাঁর 33 বছর বয়সি স্ত্রী পিনালের প্রায়শ্যই ঝগড়া হত । এমনকী তা হাতাহাতিতে পর্যন্ত গড়াত ৷ এই ঝামেলার কারণে গত তিন মাস ধরে পিনাল তাঁর মেয়ে আয়ুষী ও ছেলে জয়কে নিয়ে গ্রামের বাড়ি পিয়ার ভৈরবীতে থাকতে চলে যান। 15 দিন আগে ছেলে জয় তার বাবা জগদীশের সঙ্গে থাকতে আসে । জগদীশ রাগের মাথায় একদিন জয়কে মারধর করায় মা'কে ফোন করে সে কথা জানায় জয় ৷ এমনকী মা'কে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলে সে।
ছেলের কথামতো পিনাল তাঁর মেয়ে আয়ুষীকে নিয়ে পরবর্তীতে ছেলেকে ফিরিয়ে আনতে যান। কিন্তু জগদীশ সে সময় একটি ধারালো অস্ত্র নিয়ে পিনালের রাস্তা আটকে ভয় দেখায় বলে অভিযোগ । পিনাল ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বললে বেঁকে বসে জগদীশ ৷ এমনকী ক্ষোভে পিনালের পেটে, ঘাড়ে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে বলেও অভিযোগ ৷ সব দেখেশুনে মেয়ে আয়ুষী পুলিশকে খবর দেয় ৷ সে সময় জগদীশ ঘটনাস্থল থেকে পালিয়ে যান ।