পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Son carries Parents to Pilgrim: বাবা-মা'কে কাঁধে করে তীর্থযাত্রা, শ্রবণ কুমারের ছবি ফেরালেন গাজিয়াবাদের বিকাশ

গাজিয়াবাদের বাসিন্দা বিকাশ গেহলট ঠিক যেন রামায়ণের শ্রবণ কুমার ৷ কানওয়ার-যাত্রা করতে অশক্ত বাবা-মা'কে কাঁধে তুলে নিয়েছেন তিনি (Son carries Parents in a palanquin) ৷

Son carries Parents
Son carries Parents

By

Published : Jul 25, 2022, 5:27 PM IST

Updated : Jul 25, 2022, 5:45 PM IST

মিরাট, 25 জুলাই: রামায়ণের অন্ধ মুনির ছেলে শ্রবণ কুমারকে মনে পড়ে ? বাবা-মা'কে তীর্থে ঘোরাতে কাঁধে তুলে নিয়েছিলেন তিনি ৷ মাঝপথে প্রাণ হারান রাজা দশরথের শব্দভেদী বাণে ৷ বাস্তবে শ্রবণ কুমারের দেখা মিলল মিরাটের রাজপথে (Son carries Parents in a palanquin to Haridwar) ৷

গাজিয়াবাদের বাসিন্দা বিকাশ গেহলট ৷ বৃদ্ধ বাবা-মা জানিয়েছিলেন, তীর্থযাত্রা করতে চান ৷ কিন্তু শরীর তো অশক্ত, তার উপর প্রচণ্ড গরম ৷ গাজিয়াবাদ থেকে কানওয়ার-যাত্রা করবেন কীভাবে ? উপায়ান্তর না দেখে দু'জনকে বাঁকে তুলে নিয়েছেন ছেলে ৷ শুধু তাই নয়, তাঁর কষ্ট দেখে বাবা-মা যেন বিচলিত না হয়ে পড়েন তারও ব্যবস্থা হয়েছে ৷ দু'জনের চোখ বেঁধে দিয়েছেন বিকাশ ৷ চোখের বাঁধন খুলবেন একেবারে তীর্থক্ষেত্রে পৌঁছে ৷

বাবা-মা'কে কাঁধে করে তীর্থযাত্রায় গাজিয়াবাদের বিকাশ

17 জুলাই হরিদ্বার ছেড়ে মিরাটে পৌঁছেছেন বিকাশ । মিরাটের জেলা পঞ্চায়েত সভাপতি গৌরব চৌধুরী এই কাজের জন্য তাঁকে সম্মানিত করেছেন । তাঁর কথায়, ''বাবা-মা'কে না-দেখা বা তাঁদের অত্যাচার করাটাকেই স্বাভাবিক মনে করছেন আজকের ছেলে-মেয়েরা ৷ সেই সময় দাঁড়িয়ে বিকাশের এহেন কাজ দৃষ্টান্ত ৷''

শ্রবণ কুমারের ছবি ফেরালেন গাজিয়াবাদের বিকাশ

আরও পড়ুন : পিতামাতা দিবস : সন্তানের শ্রদ্ধার্ঘ্যের দিন

বিকাশ প্রথমে বাবা-মাকে নিয়ে হরিদ্বারে গঙ্গাস্নান করেন । এরপর পবিত্র গঙ্গাজল নিয়ে বাবা-মাকে বাঁকে বসিয়ে গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা হন । মজবুত লোহার পালকিতে একপাশে মা আর অন্যপাশে বাবা বসে আছেন । বাবার কাছে রয়েছে 20 লিটার গঙ্গাজলের ক্যান । সঙ্গে অবশ্য দুই সঙ্গীও রয়েছেন ৷ মাঝেমধ্যেই সাহায্য করছেন 'কলিযুগ'-এর শ্রবণ কুমার, থুড়ি বিকাশকে ৷

Last Updated : Jul 25, 2022, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details