পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির কিছু মানুষ রোজ আমাকে গণতন্ত্র শেখানোর চেষ্টা করে : মোদি - প্রধানমন্ত্রী

এদিন জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্গত 'সেহত'-এর ঘোষণা করেন মোদি। এর ফলে সেখানকার 21 লক্ষ মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এদিন মোদি দুজন উপভোক্তার সঙ্গেও কথাও বলেন। তাই এই দিনটিকে জম্মু ও কাশ্মীরের জন্য ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।

Some people in Delhi are trying to teach me democracy every day : Modi
দিল্লির কিছু মানুষ রোজ আমাকে গণতন্ত্র শেখানোর চেষ্টা করে : মোদি

By

Published : Dec 26, 2020, 3:03 PM IST

দিল্লি, 26 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীর জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে এবার কংগ্রেসের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, শান্তিপূর্ণ ভাবে জম্মু ও কাশ্মীরের নির্বাচন সেই ব্যক্তিদের কাছে আয়না হওয়া উচত, যাঁরা রোজ তাঁকে গণতন্ত্রের শিক্ষা দেন।

তিনি বলেন, "কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর খুব কম সময়ের মধ্যে জম্মু ও কাশ্মীর তাদের জনপ্রতিনিধি বেছে নিল।" একই সঙ্গে মোদির প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন পুদুচেরিতে কেন নির্বাচন হচ্ছে না? আর যাঁরা সেখানে ক্ষমতায় রয়েছেন, তাঁরা রোজ গণতন্ত্রের শিক্ষা দেন।"

পুদুচেরি বিধানসভার ক্ষমতায় কংগ্রেস। আর কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি সম্প্রতি টুইট করে অভিযোগ করেছিলেন যে ভারতে কোনও গণতন্ত্র নেই। ফলে বোঝাই যাচ্ছে যে মোদির নিশানায় রাহুল গান্ধি ও কংগ্রেস।

মোদির দাবি, জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনের দাবি ঘিরেই তাঁদের সঙ্গে পিডিপির সরকার ভেঙে গিয়েছিল। সেই পঞ্চায়েত নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। এর জন্য তিনি সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ দিয়েছেন।

আরও পড়ুন:সরকারকে কৃষকদের কথা শুনতেই হবে, টুইট রাহুলের

এদিন জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্গত 'সেহত'-এর ঘোষণা করেন মোদি । এর ফলে সেখানকার 21 লক্ষ মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এদিন মোদি দুজন উপভোক্তার সঙ্গেও কথাও বলেন। তাই এই দিনটিকে জম্মু ও কাশ্মীরের জন্য ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।

ABOUT THE AUTHOR

...view details