কলকাতা, 4 সেপ্টেম্বর: দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের মরশুম ৷ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) উপলক্ষে বিভিন্ন রাজ্যে চলছে পার্বতী পুত্রের আরাধনা ৷ দশদিন ধরে চলবে গণেশ বন্দনা ৷ গণেশ উৎসবের জন্য বিখ্যাত মহারাষ্ট্রের মুম্বই, পুনের মতো শহরগুলি ৷ এছাড়াও দেশের অন্যান্য প্রান্তেও বেশকিছু গণেশ পুজো তার প্রতিমা ও প্যান্ডেলের জন্য জনপ্রিয়তা পেয়েছে ৷ এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু নামকরা গণেশ পুজোর বিষয়ে কয়েকটি তথ্য (Ganesh Puja And Pandals) ৷
লালবাগচা রাজা: মুম্বইয়ের জনপ্রিয় গণেশ পুজোগুলির মধ্যে অন্যতম লালবাগের পুজো ৷ সেন্ট্রাল মুম্বইয়ের এই পুজো 'লালবাগচা রাজা' নামেই বিখ্যাত (Lalbaugcha Raja) ৷ এখানকার গণেশ মূর্তি ও প্যান্ডেল সেগুলির উচ্চতার জন্য বিখ্যাত ৷ এই পুজো দেখার জন্য লম্বা লাইন পড়ে ৷ গণেশ চতুর্থীর সময় এই মণ্ডপে প্রতিদিন প্রায় 15 লক্ষ মানুষ ভিড় করেন ৷ এবছর 89 বছরে পড়ছে এই পুজো ৷ এবারের মণ্ডপের থিম অযোধ্যার রাম মন্দির ৷ গণেশ মূর্তির উচ্চতা 14 ফুট ৷
খেতওয়াড়িচা গণরাজ: গণেশ উৎসবে মুম্বইয়ের অন্যতম আকর্ষণ শহরের দক্ষিণ প্রান্তের খেতওয়াড়ির পুজো ৷ এই গণেশ পুজো বিখ্যাত সিদ্ধিদাতার মূর্তির উচ্চতার জন্য ৷ এখানকার গণেশ মূর্তির উচ্চতা প্রায় 38 ফুট ৷ পরশুরাম অবতারে এবার এখানে ধরা দেবেন সিদ্ধিদাতা ৷ সোনা ও হিরে দিয়ে সাজানো হয় এখানকার গণেশ মূর্তি (Khetvadi Cha Ganraj)৷
আরও পড়ুন :নিজামের শহরে নজর কাড়ছে 17 হাজার নারকেলের তৈরি গণেশ
জিএসবি সেবা মণ্ডল গণপতি: এখানকার গণেশ 'মহা গণপতি' নামে প্রসিদ্ধ (GSB Seva Mandal Ganpati) ৷ পরিবেশ বান্ধব পদ্ধতিতে এখানকার মূর্তি তৈরি করা হয় ৷ প্রায় 300 কিলোগ্রাম রূপো ও 60 কেজি সোনার গয়না পরানো হয় এই গণেশ মূর্তিকে ৷ এখানকার পুজোর খরচ সব থেকে বেশি ৷ এবছর 316 কোটি টাকার বিমা করা হয়েছে এই পুজোর জন্য ৷