সোপিয়ান, 2 জুন : বিস্ফোরণে জখম তিনজন জওয়ান ৷ মঙ্গলবার তাঁরা একটি প্রাইভেট গাড়িতে সোপিয়ানের সেডোয় ঘুরছিলেন, জানিয়েছেন কাশ্মীরের আইজিপি ৷ আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নিরাপত্তাকর্মীরা বিস্ফোরণের কারণ এবং ঘটনাস্থল খতিয়ে দেখছে (Three soldiers were injured in a blast while travelling in a private vehicle at Sedow in Shopian) ৷
মনে করা হচ্ছে, গ্রেনেড থেকে অথবা গাড়িটির মধ্যেই রাখা আইইডি বা সমস্যাজনক ব্যাটারির ফলে এই বিস্ফোরণ ৷ পুলিশ জানিয়েছে, তদন্ত এগোলে বিস্তারিত জানা যাবে ৷ আইজিপি কাশ্মীর টুইট করে বলেন, "সোপিয়ানে সেডোয় একটি প্রাইভেট গাড়িতে বিস্ফোরণ হয়েছে ৷ 3 জন সেনাজওয়ান আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই বিস্ফোরণের উৎস এবং প্রকৃতি কী, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷"