শ্রনীগর, 27 নভেম্বর : পাকিস্তান সেনার হামলায় জখম জওয়ানের মৃত্যু হল আজ ৷ পুঞ্চে পাকিস্তান সেনার হামলায় জখম হন তিনি ৷
পুঞ্চে পাকিস্তান সেনার গুলিতে শহিদ এক জওয়ান - পুঞ্চ সেক্টরের LoC
পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ সেখানেই আহত হন ওই জওয়ান ।
Soldier killed in Pak firing
স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেন, সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ফের বিনা প্ররোচনায় গুলি চালায় সেদেশের সেনা ৷ তিনি আরও বলেন, ‘‘আমাদের জওয়ানরা পালটা গুলি চালান ৷ জখম হন সুবেদার সতন্ত্র সিং ৷ শুক্রবার তাঁর মৃত্যু হয় ৷ ’’
তিনি আরও বলেন. ‘‘সুবেদার সতন্ত্র সিং একজন সাহসী ও বীর জওয়ান ছিলেন ৷ দায়িত্বে অবিচল থেকে দেশের প্রতি এই ত্যাগের জন্য তাঁকে সবাই সর্বদা মনে রাখবে।’’