পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Soldier Died in Avalanches: লাদাখে তুষারধসে নিহত এক সেনা জওয়ান, নিখোঁজ আরও কয়েকজন

সেনা কর্মকর্তা জানান, তুষারপাতের সময় হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল (এইচএডব্লুএস) এবং আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের প্রায় 40 জন সৈন্যের একটি দল মাউন্ট কুন (লাদাখ)-এর কাছে স্বাভাবিক প্রশিক্ষণ অনুশীলনে নিযুক্ত ছিলেন। সেসময় তুষারধসের জেরে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 10:48 PM IST

শ্রীনগর, 9 অক্টোবর: লাদাখের মাউন্ট কুনের কাছে প্রবল তুষারধসে নিহত এক সেনা জওয়ান ৷ আরও তিন জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন বলে খবর মিলেছে ৷ সোমবার ভারতীয় সেনার আধিকারিকরা জানিয়েছেন, তুষারধসের জেরে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ৷

ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে এক সেনা আধিকারিক জানান, তুষারপাতের সময় হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল (এইচএডব্লুএস) এবং আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের প্রায় 40 জন সেনার একটি দল মাউন্ট কুন (লাদাখ)-এর কাছে স্বাভাবিক প্রশিক্ষণ অনুশীলনে নিযুক্ত ছিলেন। 'ট্রেন দ্য ট্রেইনার' ধারণার অংশ হিসাবে এইচএডব্লুএস-এ অংশগ্রহণকারীদের জন্য বাস্তবসম্মত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এই ধরনের অনুশীলনগুলি এই মরশুমে আদর্শ অনুশীলন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সরকারি সূত্রে খবর, গ্রুপটি 8 অক্টোবর তাদের প্রশিক্ষণে আরোহণের সময় একটি অপ্রত্যাশিত তুষারপাতের সম্মুখীন হয়। সরকারের এক আধিকারিক বলেন, "আমাদের চারজন কর্মী তুষারের নীচে চাপা পড়েছিল। উদ্ধার প্রচেষ্টা এখনই শুরু করা হয়েছিল ৷ বর্তমানে জোর কদমে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷" ঘটনার পরে একটি অনুসন্ধান অভিযান চলাকালীন সেনা কর্মকর্তারা দাবি করেছেন, একজন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ওই আধিকারিক বলেন, "উদ্ধার অভিযান শেষ হলে যাবতীয় তথ্য এবং পরিচয় প্রকাশ করা হবে ৷"

আরও পড়ুন: ডাম্পার-লরি-ক্রুজার সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু শিশু-সহ 7 জনের

একই সঙ্গে ওই আধিকারিক আরও বলেন, "প্রতিকূল আবহাওয়া এবং ভারী তুষার স্তূপ হওয়া সত্ত্বেও, বিশাল তুষারের নীচে আটকে পড়া অন্যদের খুঁজে বের করা এবং উদ্ধার করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details