পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Girl rescued in Rajasthan: নাবালিকাকে বিক্রির অভিযোগ, জয়পুরে উদ্ধার কোচবিহারের মেয়ে

নাবালিকার অভিযোগ, পরিবারের সদস্যদের কথা বিশ্বাস করেছিল সে ৷ কিন্তু পরবর্তী সময়ে জয়পুরের এক 33 বছর বয়সী ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় তার ৷ নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
Girl rescued

By

Published : May 24, 2023, 12:38 PM IST

জয়পুর, 23 মে:পরিবার প্রতিশ্রুতি দিয়েছিল, শুধুমাত্র আশীর্বাদ হবে ৷ মেয়ে যতক্ষণ না চাইছে ততক্ষণ বিয়ে হবে না ৷ নাবালিকা মেয়েটি অবশ্য চোখ বন্ধ করে পরিবারের সদস্যদের বলা প্রতিটি কথাই বিশ্বাস করেছিল। আর তার পরিণতি হয় মারাত্মক ৷ অভিযোগ, কোচবিহারের বাসিন্দা 17 বছর বয়সী ওই নাবালিকাকে শেষ পর্যন্ত বিক্রি করে দেওয়া হয় ৷ যদিও পরে পুলিশ এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

নির্যাতিতা নাবালিকার অভিযোগ, পরিবারের সদস্যদের কথা বিশ্বাস করেছিল সে ৷ কিন্তু পরবর্তী সময়ে সে জানতে পারে যে, তার পরিবারের সদস্যরা যে প্রতিশ্রুতি তাকে দিয়েছে সবটাই মিথ্য়া ৷ এমনকী জেনে বুঝেই তাকে মিথ্য়া আশ্বাস দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওই নাবালিকার ৷ তার আরও অভিযোগ, পরিবারের তরফেই তাকে বিক্রি করে দেওয়া হয় ৷ জয়পুরের এক 33 বছর বয়সী ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় তার ৷ নাবালিকার অভিযোগ, বিয়ের পরের তিন দিন ধরে প্রতি রাতে তার উপর যৌন নির্যাতন চালায় ওই ব্যক্তি। শেষ ওই নাাবলিকা বাড়ি থেকে পালিয়ে যায় ৷ তার দাবি, সারারাত এলাকায় একটি পার্কেই কাটায় সে।

কোথাও যাওয়ার রাস্তা না পেয়ে শেষপর্যন্ত পরের দিন সকালে চাইল্ড হেল্পলাইনের অফিসে যায় ওই নাবালিকা ৷ জানা গিয়েছে, চাইল্ড হেল্পলাইনের অফিসেই 'বচপন বাঁচাও আন্দোলন'-এর এক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশে বাল্যবিবাহ ব্যবস্থা রদ করতে 'বচপন বাঁচাও আন্দোলন' নামে এই সংগঠন তৈরি করেছিলেন নোবেলজয়ী সমাজকর্মী কৈলাশ সত্যার্থী ৷ এরপর মেয়েটি গোটা ঘটনা বচপন বাঁচাও আন্দোলনের ওই কর্মীকে জানায় ৷ সমাজসেবী ওই সংগঠনের সদস্যরা এরপর নাবালিকার অভিযোগের ভিত্তিতে কাজ শুরু করে ৷ এমনকী তাকে নিয়ে গিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়।

বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন 2006-এর পাশাপাশি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা পক্সো আইনের বিভিন্ন ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে, ঘটনাল আকস্মিকতায় যে মানসিক আঘাত পেয়েছে মেয়েটি তার জন্য বিবিএ টিমের তরফে তার কাউন্সেলিংও করা হয়েছে। নির্যাতিতা ওই নাবালিকার অভিযোগ, ওই ব্যক্তি প্রতি রাতেই তার উপর শারীরিক ও যৌন নির্যাতন চালাত ৷ অন্যদিকে, পরিবার তাকে বাড়ির কাজ করতে বাধ্য করত বলেও অভিযোগ নাবালিকার। পুলিশ সূত্রে খবর, জওহর সার্কেল থানায় ইতিমধ্যেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ লিখিত অভিযোগে মেয়েটি জানিয়েছে, তার ভিডিয়ো এবং ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের কথা প্রকাশ্যে জানায় পরিবার। এই সব দেখেই সাহস সঞ্চয় করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওই নাবালিকা ৷ মেয়েটি এখন নিরাপদে হোমে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, বিবিএ-র নির্বাহী পরিচালক ধনঞ্জয় টিংগাল বলেন, "আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে মুক্ত, নিরাপদ এবং শিক্ষিত করে তোলা। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি ৷ এই প্রথাকে কোনও মূল্যেই আমরা সহ্য করছি না ৷ এবং এর বিরুদ্ধে আমাদের প্রচার এবং লড়াই জারি থাকবে ৷" তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: 20 কিমি দৌড়ে বরকে বাস থেকে নামিয়ে বিয়ের পিঁড়িতে তরুণী

ABOUT THE AUTHOR

...view details