কুলু, 19 জানুয়ারি: ফের খারাপ আবহাওয়ার পূর্বাভাস হিমাচল প্রদেশের কুলুতে ৷ পাশাপাশি তুষারপাত শুরু হয়েছে পার্বত্য অঞ্চলে ৷ শহরের অন্যতম পর্যটন কেন্দ্র মানালি সংলগ্ন সোলাঙ্গানালা ও ধুন্ধিতে বৃহস্পতিবার সকাল থেকেই তুষারপাত হয়েছে । যার জেরে অটল টানেলে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে (Atal Tunnel closed due to snowfall)। ইতিমধ্যেই সোলাঙ্গানালায় চার ইঞ্চির বেশি তুষারপাতের কারণে এখানে আরও যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে (Solang Nala and Atal Tunnel Closed)। হঠাৎ তুষারপাতে পর্যটকরা যাতে সমস্যায় না-পড়েন তার জন্য উদ্যোগ স্থানীয় প্রাশাসনের ৷
কুলুতে বেশ কয়েকদিন ধরে খারাপ আবহাওয়ার পূর্বাভাস ছিল ৷ এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন কুলু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Snowfall in Himachal)। এই প্রসঙ্গেই ডিসি কুল্লু আশুতোষ গর্গ জানান, যে খারাপ আবহাওয়া মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত ৷ পূর্ত দফতরের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে ৷ যেসমস্ত এলাকায় বরফ পড়তে পারে সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা কারা হয়েছে বরফ কাটতে ৷ যাতে তুষারপাতের সময় যানবাহন চলাচল ব্যাহত না-হয় ।