চাইবাসা, 22 অক্টোবর:তরুণীকে গণধর্ষণের অভিযোগ ! ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে 10 জনের বিরুদ্ধে ৷ ওই তরুণীর বয়স 26, শনিবার জানিয়েছে পুলিশ ৷
তরুণী এখানে বাড়ি থেকে কাজ করছিলেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তিনি তাঁর প্রেমিকের সঙ্গে একটি বাইকে করে বেড়াতে যান ৷ চাইবাসায় একটি পুরনো বিমানঘাঁটির কাছে পৌঁছতে এই দুর্ঘটনা ঘটে ৷ 8 জনের একটি দল ওই প্রেমিক-প্রেমিকার পথ আটকায় ৷ তাঁরা তরুণীর প্রেমিককে মারধর করে ৷ এরপর ওই সফটওয়্যার ইঞ্জিনিয়র তরুণীকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷