পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gangrape in Jharkhand: সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে 'গণধর্ষণ', প্রেমিককে বেধড়ক মারধর - software engineer allegedly gang raped

তরুণী একটি নামী আইটি কোম্পানিতে চাকরি করেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তিনি প্রেমিকের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন ৷ সেই সময় আট জন তাদের ঘিরে ধরে (Jharkhand Chaibasa Gang rape incident) ৷

Gangrape
ETV Bharat

By

Published : Oct 22, 2022, 12:15 PM IST

Updated : Oct 22, 2022, 3:48 PM IST

চাইবাসা, 22 অক্টোবর:তরুণীকে গণধর্ষণের অভিযোগ ! ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে 10 জনের বিরুদ্ধে ৷ ওই তরুণীর বয়স 26, শনিবার জানিয়েছে পুলিশ ৷

তরুণী এখানে বাড়ি থেকে কাজ করছিলেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তিনি তাঁর প্রেমিকের সঙ্গে একটি বাইকে করে বেড়াতে যান ৷ চাইবাসায় একটি পুরনো বিমানঘাঁটির কাছে পৌঁছতে এই দুর্ঘটনা ঘটে ৷ 8 জনের একটি দল ওই প্রেমিক-প্রেমিকার পথ আটকায় ৷ তাঁরা তরুণীর প্রেমিককে মারধর করে ৷ এরপর ওই সফটওয়্যার ইঞ্জিনিয়র তরুণীকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: স্ত্রী'র গণধর্ষণের বিচার না-পেয়ে আত্মঘাতী স্বামী, অভিযুক্তরা পলাতক

এসপি আশুতোষ শেখর জানান, মফস্বল পুলিশ স্টেশনে এই মামলাটি দায়ের করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের খোঁজ করছে পুলিশ ৷ ওই তরুণী একটি বড় আইটি কোম্পানিতে কাজ করেন ৷

ধর্ষণের পর তরুণীকে ওই জায়গায় ফেলে রেখে পালিয় যায় অভিযুক্তরা ৷ এমনকী তাঁর মানিব্যাগ এবং মোবাইল ফোনটিও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ৷ তরুণী কোনও রকমে বাড়ি পৌঁছে পরিবারকে সব জানায় ৷ তারা পুলিশে অভিযোগ দায়ের করে ৷ সদর হাসপাতালে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৷

Last Updated : Oct 22, 2022, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details