ভুবনেশ্বর, 22 ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি মেলেনি ৷ তাই এক তরুণ সমাজকর্মী নিজের জীবন শেষ করার হুমকি দিলেন ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে (A young social activist climbed atop a hoarding and threatened to end his life after being denied permission to meet Chief Minister Naveen Patnaik) ৷
মুক্তিকান্ত বিসওয়াল গত সপ্তাহে 530 কিমি পাঁয়ে হেটে রৌরকেল্লা (Rourkela to Bhubaneswar) থেকে ভুবনেশ্বর পৌঁছন ৷ এক দশক আগে মুখ্যমন্ত্রী যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখেননি ৷ এই দাবিতে ইস্পাত শহরের এই বাসিন্দা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ৷ কিন্তু মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি ৷ তাই নিজের ইচ্ছে পূরণে শেষে নাটকীয়ভাবে রাজধানীতে শিশু ভবন স্কোয়ারে হোর্ডিংয়ের উপর উঠে পড়েন এবং সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন ৷