পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উধমপুরে গাঁজা ও নগদ সহ গ্রেপ্তার 6 - Udhampur police

পুলিশ সূত্রে খবর, শ্রীনগর ও জম্মুর পাচারকারীরা এই ঘটনার সঙ্গে জড়িত ৷ মূল অভিযুক্তর খোঁজ করছে পুলিশ ৷

েেে
েে

By

Published : Nov 4, 2020, 7:36 AM IST

উধমপুর (জম্মু ও কাশ্মীর), 3 নভেম্বর : উধমপুর থেকে 6 কেজি গাঁজা ও নগদ 1 লাখ টাকা সহ ছ'জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, শ্রীনগর ও জম্মুর পাচারকারীরা এই ঘটনার সঙ্গে জড়িত ৷ মূল অভিযুক্তর খোঁজ করছে পুলিশ ৷

এই বিষয়ে SSP রাজেন্দ্র সিং জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে পুলিশ একটি দল গঠন করে তল্লাশি অভিযান চালায় ৷ তখনই উদ্ধার হয় ওই মাদক ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিসার আহমেদ (অনন্তনাগ), ইরফান আহমেদ (সোপিয়ান), সম্রাট মোঘল ও আমির চৌধুরি ( জম্মু), নজির মহম্মদ (সুনজাওয়া) ও আজ়িন্দ মহম্মদ (জম্মু) ৷

ABOUT THE AUTHOR

...view details