রাজকোট, 18 ফেব্রুয়ারি: গুজরাতের রাজকোটে পৌর ও পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে নিশানা করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ৷ 2013 সালে সংসদের ভিতরেই অর্ডিন্য়ান্সের একটি প্রতিলিপি ছিঁড়ে ফেলেছিলেন রাহুল ৷ বৃহস্পতিবার সেই প্রসঙ্গ টেনে আনেন স্মৃতি ৷ বলেন, ‘‘মনমোহনজির পাস করা আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেলেছিলেন গান্ধি পরিবারের যুবরাজ ৷ এমনকী, মনমোহনকে বাধ্য করেন তাঁর এবং তাঁর মায়ের সামনে মাথানত করতে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন সংসদে গেলেন, তিনি নিজেকে প্রধান সেবক হিসাবে ঘোষণা করেন৷’’
স্মৃতির অভিযোগ, রাহুল গান্ধি ও তাঁর দল গুজরাতের মানুষকে হিংসা করেন ৷ কেন্দ্রীয়মন্ত্রীর দাবি, ক্ষমতায় থাকাকাকলীন গুজরাতের বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য ন্যূনতম সহায়কমূল্যও ঘোষণা করেনি কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার ৷
এই প্রসঙ্গে স্মৃতি বলেন, ‘‘গুজরাতের কৃষকদের কাছ থেকে ন্য়ূনতম সহায়ক মূল্য়ে কখনও তুলো কেনেনি কংগ্রেস ৷ কিন্তু নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর গুজরাতের চাষিরা এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত 6 হাজার কোটি টাকা পেয়েছেন ৷’’