নয়াদিল্লি, 9 অগস্ট: লোকসভায় দাঁড়িয়ে তাঁর প্রতিপক্ষ রাহুল গান্ধির মন্তব্যের কড়া ভাষায় জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ স্মৃতি ইরানি ৷ মণিপুর ইস্যুকে সামনে রেখে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা মঙ্গলবার থেকে তার উপর আলোচনা শুরু হয়েছে ৷ বুধবার অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "মণিপুরে ভারতকে খুন করেছে কেন্দ্রীয় সরকার ৷" তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করে এদিন লোকসভায় স্মৃতি বলেন, "এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছি ৷ এই প্রথম কেউ ভারতকে খুনের কথা বললেন এবং কংগ্রেস সাংসদরা টেবিল চাপড়ে তার সমর্থন করলেন ৷"
বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিন ছিল সংসদে ৷ এদিন আলোচনার সূচনা হয় রাহুল গান্ধির বক্তব্য দিয়েই ৷ সাংসদ পদ ফিরে পাওয়ার পর এদিনই প্রথম লোকসভায় মুখ খোলেন রাহুল ৷ চাঁচাছোলা ভাষায় এদিন মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি ৷ তাঁর বক্তব্যে রাহুল জানান, তিনি মণিপুরে গিয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের যন্ত্রণা ও অভিজ্ঞতার কথা শুনে তাঁর মনে হয়েছে, মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে ৷ কেন্দ্র সেটা জানে, সে কারণেই প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারছেন না, চুপ করে আছেন ৷