পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Smriti Irani: 'আমার মেয়ে কোনও বেআইনি পানশালা চালায় না !' কংগ্রেসকে তোপ দেগে জবাব স্মৃতির

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) মেয়ের বিরুদ্ধে বেআইনি পানশালা চালানোর অভিযোগ তুলেছিল কংগ্রেস ৷ জবাবে সরাসরি সনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং রাহুল গান্ধিকে (Rahul Gandhi) নিশানা করলেন স্মৃতি ৷ কী বললেন তিনি ?

Smriti Irani slams congress for targeting her daughter
Smriti Irani: 'আমার মেয়ে কোনও বেআইনি পানশালা চালায় না !' কংগ্রেসকে তোপ দেগে জবাব স্মৃতির

By

Published : Jul 23, 2022, 7:43 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: 'ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি' (National Herald Case) মামলায় 5 হাজার কোটি টাকা লুট করেছেন সনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেই ঘটনার প্রতিবাদে সরব হওয়াতেই তাঁর কলেজ পড়ুয়া মেয়েকে নিশানা করা হচ্ছে ! শনিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, গোয়ায় একটি বেআইনি পানশালা রয়েছে স্মৃতি ইরানির মেয়ের ৷ এই অভিযোগের জবাব দিতেই এদিন 'মাঠে নামেন' স্মৃতি ৷ তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দেন তিনি ৷

এদিন দিল্লিতেই একটি সাংবাদিক সম্মেলন করেন স্মৃতি ৷ সংবাদমাধ্যমের সামনে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন তিনি ৷ স্মৃতির অভিযোগ, রাজনৈতিক কারণেই তাঁর মেয়েকে নিশানা করা হচ্ছে ৷ তাঁর চরিত্র কলুষিত করার চেষ্টা চলছে ৷ মন্ত্রীর হুঁশিয়ারি, তাঁর মেয়ে যদি বেআইনি কোনও কাজ করেই থাকেন, তাহলে তা প্রমাণ-সহ সর্বসমক্ষে পেশ করা হোক ৷

আরও পড়ুন:CJI NV Ramana: ' সালিশি সভার আসর বসাচ্ছে সংবাদমাধ্যাম', তীব্র কটাক্ষ দেশের প্রধান বিচারপতির

স্মৃতি জানিয়েছেন, তাঁর মেয়ের বয়স মাত্র 18 বছর ৷ স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া তিনি ৷ তিনি কোনও পানশালা চালান না বলেও দাবি করেছেন স্মৃতি ৷ তাঁর কথায়, "আমার মেয়ের দোষ হল, তার মা একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ সেখানে সনিয়া গান্ধি ও রাহুল গান্ধির 5 হাজার কোটি টাকার লুটের প্রতিবাদ করেছিলেন তিনি ৷ আমার মেয়ের দোষ হল, 2014 এবং 2019 সালে তার মা রাহুল গান্ধির বিরুদ্ধে ভোটে লড়েছিলেন ৷ আমি আদালতের কাছে, জনতার কাছে এর জবাব চাই ৷"

শনিবারই স্মৃতি ইরানিকে তাঁর পদ থেকে সরানোর দাবিতে সরব হয় কংগ্রেস ৷ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই আবেদন করা হয় দলের তরফে ৷ সেই সময়েই স্মৃতি ইরানির মেয়ের বিরুদ্ধে গোয়ায় বেআইনি পানশালা চালানোর অভিযোগ তোলে কংগ্রেস ৷ সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হন স্মৃতি ৷

ABOUT THE AUTHOR

...view details