নয়াদিল্লি, 23 জুলাই: 'ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি' (National Herald Case) মামলায় 5 হাজার কোটি টাকা লুট করেছেন সনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেই ঘটনার প্রতিবাদে সরব হওয়াতেই তাঁর কলেজ পড়ুয়া মেয়েকে নিশানা করা হচ্ছে ! শনিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, গোয়ায় একটি বেআইনি পানশালা রয়েছে স্মৃতি ইরানির মেয়ের ৷ এই অভিযোগের জবাব দিতেই এদিন 'মাঠে নামেন' স্মৃতি ৷ তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দেন তিনি ৷
এদিন দিল্লিতেই একটি সাংবাদিক সম্মেলন করেন স্মৃতি ৷ সংবাদমাধ্যমের সামনে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন তিনি ৷ স্মৃতির অভিযোগ, রাজনৈতিক কারণেই তাঁর মেয়েকে নিশানা করা হচ্ছে ৷ তাঁর চরিত্র কলুষিত করার চেষ্টা চলছে ৷ মন্ত্রীর হুঁশিয়ারি, তাঁর মেয়ে যদি বেআইনি কোনও কাজ করেই থাকেন, তাহলে তা প্রমাণ-সহ সর্বসমক্ষে পেশ করা হোক ৷