নয়াদিল্লি, 28 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ নিয়ে ক্রমাগত প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে কংগ্রেস ৷ এবার তার পালটা বিজেপিও আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ৷ রাহুল গান্ধিকে বিদেশের মাটিতে এবং ভারতেও মিথ্যে বলার অভিযোগে একহাত নিলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তাঁর অভিযোগ, রাহুল গান্ধির তরফে করা সকল অভিযোগ এবং সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত না-মানা, সবটাই কংগ্রেস নেতার ‘রাজনৈতিক মানসিকতার প্রকাশ’ (Smriti Irani Flays Rahul Gandhi for Political Psychosis) ৷
স্মৃতি ইরানি অভিযোগ করেছেন, রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুধু নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও অপমান করেছেন ৷ আর সেইসঙ্গে ওবিসি সমাজকেও অবমাননা করেছেন ৷ রাহুল গান্ধির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানার পিছনে আসল কারণ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, "প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি সফল এবং তিনি তাঁর লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছেন ৷ সেই কারণেই প্রাক্তন কংগ্রেস সাংসদ বারবার প্রধানমন্ত্রীকে নিশানা করছেন, তাঁকে অপমান করছেন ৷"
সংবাদমাধ্যমকে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী এও দাবি করেন, প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে রাহুল গান্ধি দেখাতে চাইছেন তিনি কাউকে ভয় পান না ৷ এমনকি পুরনো প্রসঙ্গ টেনে গান্ধি পরিবারকে নিশানা করেন স্মৃতি ইরানি ৷ অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গান্ধি পরিবারের তরফে একযোগে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এমনকি রাহুল গান্ধি একটি সাক্ষাৎকারে জনসমক্ষে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার হুমকি দিয়েছিলেন ৷
আরও পড়ুন:নেই সাংসদ পদ, এবার তুঘলক লেনের বাংলো ছাড়ার নোটিশ রাহুলকে
আর রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ নিয়ে স্মৃতির মত, পুরোটাই হয়েছে সংবিধান এবং আদালতের রায় মেনে ৷ 2 বছরের কারাদণ্ডের পর সংবিধান অনুযায়ী, রাহুলের সাংসদ পদ আপনা থেকেই খারিজ হয়ে যাওয়ার কথা ৷ লোকসভার অধ্যক্ষ সেই বিষয়টিকে নথিভুক্ত করেছেন কেবল ৷ পুরোটাই ভারতীয় সংবিধানে উল্লিখিত বিধান মেনেই হয়েছে ৷ আর রাহুলের সাংসদ পদ খারিজ এই প্রতিবাদ, আসলে তাঁর নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করার ফল বলে কটাক্ষ করেছেন স্মৃতি ইরানি ৷ তাঁর মতে, আদালতের রায়ের উপরে রাহুল গান্ধির কিছু বলার নেই ৷ তাই নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে এই প্রতিবাদ করছেন রাহুল এবং কংগ্রেস ৷