নয়াদিল্লি, 24 জুলাই: "আমার মেয়ের একটাই দোষ, তাঁর মা সোনিয়া ও রাহুল গান্ধির 5 হাজার কোটি টাকা লুঠের কথা নিয়ে প্রেস কনফারেন্স করেছে ।" কংগ্রেসকে বিঁধে দৃঢ় গলায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তাঁর মেয়ে গোয়ায় বেআইনি পানশালা চালাচ্ছে ৷ এই অভিযোগে বৃহস্পতিবার জইশ ইরানিকে (স্মৃতি ইরানির মেয়ে) শো-কজ নোটিস পাঠিয়েছেন গোয়ার আবগারি দফতরের কমিশনার নারায়ণ এম গাদ ৷ স্বাভাবিকভাবেই এই ইস্যুতে সোনিয়া-রাহুল গান্ধিকে বার বার আক্রমণকারী বিজেপি মন্ত্রীকে কাঠগড়ায় তোলার সুযোগ ছাড়েনি কংগ্রেস ৷ তারই জবাবে কেন্দ্রের নারী-কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি আরেকটি সাংবাদিক সম্মেলন করে আদালতে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন (Smriti Irani challenges Congress to defeat Rahul Gandhi in 2024 Lok Sabha Election) ৷
ঘটনার সূত্রপাত, সৈকত রাজ্য গোয়ায় স্মৃতি ইরানির মেয়ে জইশের রেস্তোরাঁ ও পানশালাকে ঘিরে ৷ যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি এই পানশালা (Silly Souls Goa Cafe & Bar) তাঁর মেয়ে চালায় না ৷ আরটিআই কর্মী আইনজীবী রডরিগেজ (Aires Rodrigues) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এই পানশালার বিরুদ্ধে তদন্তের দাবি জানান ৷ আইনজীবীর বক্তব্য, স্থানীয় আবগারি আধিকারিক এবং আসাগাও গ্রাম পঞ্চায়েতও এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত ৷ স্মৃতি জুবিন ইরানির পারিবারিক এই পানশালাটি অবৈধভাবে চালানোয় তাদের মদত আছে ৷ রডরিগেজ আরটিআই করা একটি নথিও পাঠান সংশ্লিষ্ট দফতরে ৷ এরপরই কমিশনারের তরফে শোকজ নোটিশ পাঠানো হয় ৷ 29 জুলাই সকাল 11টায় এর শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
আরও পড়ুন: সোনিয়ার ইডি হাজিরায় উত্তাল দেশ-সংসদ, বিরোধীদের প্রতিবাদে সাময়িক মুলতুবি দুই কক্ষ
এ নিয়ে মাঠে নামে কংগ্রেস ৷ দলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করেন পবন খেরা, জয়রাম রমেশ এবং মহিলা কংগ্রেসের সভাপতি নেটা ডি'সুজা ৷ সেখানে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবি তোলেন ৷ এমনকী মনে করিয়ে দেন 2004 সালে এই মন্ত্রীই গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন ৷ উল্লেখ্য, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ নেটা ডি'সুজা সাংবাদিকদের আরও বলেন, "আরটিআই কর্মী রডরিগেজের নিরাপত্তা প্রয়োজন ৷ এই ঘটনার পরে তাঁর সঙ্গে কী হবে, কেউ জানে না ৷ প্রতিহিংসার রাজনীতি চলছে দেশজুড়ে ৷"