পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাহুলকে নিয়ে লোকসভায় তরজা স্মৃতি-অধীরের - Congress

রাহুল গান্ধিকে নিয়ে তরজায় জড়ালেন স্মৃতি ইরানি ও অধীররঞ্জন চৌধুরী৷ বৃহস্পতিবার রাতে এই দৃশ্যেরই সাক্ষী থাকল লোকসভা৷ মোদি সরকারের এই মন্ত্রী রাহুলের সমালোচনা করায় বারবার আপত্তি তুলছিলেন অধীর চৌধুরী৷ তখনই দু’জন কথা কথা-কাটাকাটিতে জড়ান৷ অধীরকে উদ্দেশ্য করে স্মৃতি একেবারে বাংলায় বলেন, ‘‘অধীরদা আমি আপনাকে প্রমাণ দিতে পারি৷’’

স্মৃতি ইরানি
স্মৃতি ইরানি

By

Published : Feb 11, 2021, 11:05 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : রাহুল গান্ধিকে নিয়ে তরজায় জড়ালেন স্মৃতি ইরানি ও অধীররঞ্জন চৌধুরী৷ বৃহস্পতিবার রাতে এই দৃশ্যেরই সাক্ষী থাকল লোকসভা৷ মোদি সরকারের এই মন্ত্রী রাহুলের সমালোচনা করায় বারবার আপত্তি তুলছিলেন অধীর চৌধুরী৷ তখনই দু’জন কথা কথা-কাটাকাটিতে জড়ান৷ অধীরকে উদ্দেশ্য করে স্মৃতি একেবারে বাংলায় বলেন, ‘‘অধীরদা আমি আপনাকে প্রমাণ দিতে পারি৷’’

বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেটের উপর জবাবি ভাষণ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ কিন্তু তিনি বাজেটের উপর একটিও কথা বলতে রাজি হননি৷ বরং কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে সমালোচনা করেন৷ একাধিক অভিযোগ করেন৷ কৃষক আন্দোলন চলাকালীন 200-রও বেশি কৃষক মারা গিয়েছে এই অভিযোগ তুলে দু’মিনিট নীরবতা পালন করেন৷ তার পর যখন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর এই আচরণের সমালোচনা শুরু করেন, সেই সময় লোকসভা ছেড়ে বেরিয়ে যান রাহুল৷

এই নিয়ে সংসদের নিম্নকক্ষে বক্তব্য রাখতে ওঠেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি৷ যিনি উত্তর প্রদেশেরে আমেঠির সাংসদ৷ আর 2019 সালের লোকসভা ভোটে তাঁর কাছেই হেরেছেন রাহুল৷ স্মৃতি এদিন নাম না করে রাহুল গান্ধিকে আক্রমণ করেন৷ প্রশ্ন তোলেন, লোকসভায় পাস করা আইনকে কীভাবে ‘কালা আইন’ বলা হচ্ছে? পাশাপাশি মনে করিয়ে দেন যে সংবিধান না মানার ঘটনা আগেও ঘটিয়েছেন রাহুল গান্ধি৷

এর পর আমেঠিতে রাহুল বা তার আগে যাঁরা সাংসদ ছিলেন, তাঁরা কেউ কোনও উন্নয়নের কাজ করেননি বলে স্মৃতি অভিযোগ করেন৷ তাঁর দাবি, মোদি সরকারের আমলেই আমেঠির উন্নয়নের কাজ শুরু হয়েছে৷ তিনি সাংসদ হওয়ার পর অনেক সমস্যার সমাধান হয়েছে৷ গান্ধি পরিবারের তৈরি করা একটি ট্রাস্টের বিরুদ্ধে তিনি আমেঠির কৃষকদের জমি কারখানার নামে নিয়ে নেওয়ার অভিযোগও করেন৷

আরও পড়ুন : লোকসভায় বাজেট নিয়ে বলতে অস্বীকার রাহুলের, মৃত কৃষকদের জন্য নীরবতা পালন করলেন

এই সময় বিরোধী বেঞ্চ থেকে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বারবার বাধা দেওয়ার চেষ্টা করছিলেন স্মৃতি ইরানিকে৷ প্রতিবাদও করছিলেন৷ কিন্তু তাঁর মাইক বন্ধ থাকায়, তিনি কী বলছেন সেটা অবশ্য শোনা যায়নি৷ তবে অধীরকে উদ্দেশ্য করে স্মৃতি একেবারে বাংলায় বলেন, ‘‘অধীরদা আমি আপনাকে প্রমাণ দিতে পারি৷’’

ABOUT THE AUTHOR

...view details