পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওয়ারাঙ্গলগামী ইস্ট-কোস্ট এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কে স্টেশনে ছোটাছুটি যাত্রীদের

Smoke in East Coast Express: এয়ার পাইপ ফেটে ইস্ট কোস্ট এক্সপ্রেসে ধোঁয়া ৷ যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ৷ তবে রেলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ৷

Smoke in East Coast Express
ইস্ট কোস্ট এক্সপ্রেসে ধোঁয়া

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 6:38 PM IST

ইয়াদাগিরিগুট্টা (তেলেঙ্গানা), 30 নভেম্বর: ওয়ারাঙ্গলগামী ইস্ট-কোস্ট এক্সপ্রেস ধোঁয়া আতঙ্ক ৷ এই ধোঁয়ার জেরে বৃহস্পতিবার আতঙ্কের সৃষ্টি হয় ট্রেনের যাত্রীদের মধ্যে । ঘটনায় যাত্রীরা ট্রেন থেকে নেমে ভয়ে বিভিন্ন দিকে পালাতে থাকে । ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় ভাঙ্গাপল্লি স্টেশনে ৷

জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে ওয়ারাঙ্গল যাচ্ছিল ট্রেনটি ৷ সে সময় ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার ইয়াদাগিরিগুট্টা মণ্ডলের ভাঙ্গাপল্লিতে পৌঁছলে ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে। রেলকর্মীরা দেখতে পান, এয়ার পাইপ ফেটে ধোঁয়া বের হচ্ছে । এই ঘটনার জেরে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ট্রেনটি থামার সঙ্গে সঙ্গেই তারা নীচে নেমে যায় এবং তাদের মধ্যে কেউ কেউ স্টেশনে দৌড়তে শুরু করেন । খুব শীঘ্রই রেল কর্মীরা সমস্যা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেন । রেলওয়ে কর্মীরা পরে ঘোষণা করেন যে ত্রুটিটি মেরামত করা হয়েছে এবং আর কোনও বিপদের সম্ভাবনা নেই । কিছুক্ষণ পর ট্রেনটি আবার ওয়ারাঙ্গলের পথে যাত্রা শুরু করে ।

নভেম্বরে একই রকম একটি ঘটনায় কানপুর-আনোয়ারগঞ্জ এক্সপ্রেসের ব্রেক জ্যাম হয়ে যায় এবং চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে । কানপুর থেকে ফারুখাবাদের দিকে যাওয়ার সময় বিলহৌর রেলস্টেশনের কাছে ব্রেক জ্যামের কারণে ট্রেনটি থেমে যায় । ঘটনাটি আতঙ্কের সৃষ্টি করেছিল ৷ তবে ত্রুটি মেরামত করে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছিল ।এর আগে তিরুভান্থপুরম-চেন্নাই সেন্ট্রাল মেলের এসি কোচের চাকা থেকে ধোঁয়া বের হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । ব্রেক ছাড়ার পরে চাপের ওঠানামার কারণে চাকার চলাচলে ব্যাঘাতের কারণে ধোঁয়াটি হয়েছিল। ট্রেনটি প্রায় 20 মিনিট বিলম্বিত হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. বৈশালী সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন! আহত কমপক্ষে 19
  2. মহারাষ্ট্রে যাত্রীবাহী ট্রেনের পাঁচটি কামরায় ভয়াবহ আগুন
  3. ট্রেনের সাধারণ কামরায় হঠাতই ধোঁয়া, বোলপুরে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসে আগুন আতঙ্ক

ABOUT THE AUTHOR

...view details