এরনাকুলাম, 21 মার্চ: নির্মীয়মাণ বহুতলের স্ল্যাব ভেঙে মৃত্যু হল দুই শ্রমিকের ৷ গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক (Slab of the Building Under Construction Collapsed in kerala) ৷ মঙ্গলবার কেরলের এরনাকুলাম জেলার অর্ন্তগত অঙ্গমালি এলাকার ঘটনা ৷ মৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷
জানা গিয়েছে, এরনাকুলামের অঙ্গমালি এলাকায় একটি বহুতল বিল্ডিং তৈরির কাজ চলছিল ৷ বর্তমানে বিল্ডিংটির দ্বিতীয় তলায় কাজ চলাকালীন এদিন হঠাৎই নির্মীয়মাণ বিল্ডিংয়ের একটি স্ল্যাব ভেঙে পড়ে নির্মাণকর্মীদের উপর ৷ গুরুতর জখম হন আলিশান (30), জনি অ্যান্থনি (52) ও কাল্লু (30) নামের তিন শ্রমিক ৷ গুরুতর জখম অবস্থায় আলিশান ও জনিস অ্যান্থনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ কাল্লু স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ আগামী 24 ঘণ্টা কাল্লুর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা ৷ মৃত আলিশান ও আহত কাল্লু দু‘জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷