নতুন সুবিধা আসছে স্কাইপিতে ৷ এবার থেকে 100 জন স্কাইপি ব্য়বহারকারী একসঙ্গে ভিডিয়ো কল করতে পারবেন ৷ সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে ৷
করোনাকালে ভিডিয়ো কল করার চল বেড়েছে অনেকটাই ৷ শুধু গুরুত্বপূর্ণ অফিসের কাজে নয়, অনেকেই একে অপরের সঙ্গে সরাসরি দেখা না করে ভিডিয়ো কলে ভার্চুয়ারি মিট করছেন ৷ দীর্ঘ সময় ব্য়ায় করছেন তাতে ৷ কিন্তু এতদিন খুব সীমিত সংখ্য়াক স্কাইপি ব্য়বহারকারী একসঙ্গে ভিডিয়ো কল করতে পারতেন ৷ কিন্তু এবার থেকে একসঙ্গে 100 জন একসঙ্গে একটি ভিডিয়ো কলে যোগ দিতে পারবেন ৷ এবং 24 ঘণ্টা টানা ওই ভিডিয়ো কলটির মেয়াদ থাকবে ৷ 24 ঘণ্টা পর নিজে থেকেই সেটি কেটে যাবে ৷