কলকাতা, 9 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে দেশজুড়ে কিষাণ ট্রাক্টর প্যারেডের ডাক দিল সংযুক্ত কিষান মোর্চা ৷ কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি ৷ এই অভিযোগে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের বিরুদ্ধে পথে নামছেন কৃষকরা ৷
অল ইন্ডিয়া কিষান সভা বা এআইকেএস-এর প্রবীণ কৃষক নেতা হান্নান মোল্লা বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লিখিত আশ্বাস দিয়েও দাবি পূরণ করেননি ৷ প্রতিবাদে আগামী 26 জানুয়ারি সারা দেশে কিষান ট্রাক্টর প্যারেড-এর ডাক দেওয়া হয়েছে ৷" তিনি আরও জানান, পরিস্থিতির চাপে পড়ে দাবিপূরণের আশ্বাস দেয় কেন্দ্রীয় সরকার ৷ তবে নির্ধারিত সময় পেরলেও প্রতিশ্রুতিপূরণ হয়নি বলেই অভিযোগ ৷
হান্নার মোল্লার কথায়, "মোদি সরকার গদ্দারি করেছে ৷ সেই গদ্দারির জবাব দিতে আবার রাস্তায় নামছে কৃষকরা ৷ নরেন্দ্র মোদি সরকার প্রতিশ্রুতি তো রাখেইনি, বরং, ধর্ম-জাত-পাতের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করেছে ৷ এসবের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ৷ কারণ, আমাদের 750 জন কৃষকের মৃত্যু হয়েছে ৷ তাঁদের ক্ষতিপূরণ মেলেনি ৷ কৃষকদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা করা হয়েছে ৷ তাও প্রত্যাহার করা হয়নি ৷ অথচ, গাড়ি চালিয়ে যে কৃষকদের খুন করল তার বিরুদ্ধে কী হল ?"