পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Youth Dies in Vizag: ছবি তোলার সময় 6 বন্ধুকে ভাসিয়ে নিয়ে গেল বিরাট ঢেউ, মৃত 1

Youth Dies in Visakhapatnam: সৈকতে ছবি তোলার সময় 6 বন্ধুকে ভাসিয়ে নিয়ে গেল বিরাট এক ঢেউ ৷ পাঁচ জনকে উদ্ধার করা গেলেও এক বন্ধুর মৃত্যু হয়েছে ৷

Youth Dies in Vizag
ছবি তোলার সময় ভাসিয়ে নিয়ে গেল বিরাট ঢেউ

By

Published : Aug 21, 2023, 12:52 PM IST

অচ্যুতপুরম, 21 অগস্ট: রবিবারের ছুটিতে আনন্দ করতে গিয়ে ট্র্যাজেডি নেমে এল ছয় বন্ধুর জীবনে ৷ সেই বিষাদময় মুহূর্ত ক্যামেরাবন্দিও হল ৷ সৈকতে একটি পাথরের উপর উঠে ছবি তোলার সময় এক বিরাট ঢেউ সবকিছু তছনছ করে দেয় ৷ এক বন্ধুর মৃত্যু হয়েছে ৷ আর এক বন্ধু কোমায় ৷

রবিবার ঘটনাটি ঘটেছে আনাকাপল্লি জেলার রামবিল্লি মণ্ডলে । রামবিল্লি পুলিশ জানিয়েছে, বিশাখাপত্তনমের কাত্তোজু সাই (19), কাত্তোজু কাব্য (17), সীমাচলমের গান্নাভারপু সাইপ্রিয়াঙ্কা (27) ও গান্নাভারপু রবি শঙ্কর (28), আলিপুরার কান্দিপল্লি ফণীন্দ্র (25) ও কান্দিপল্লি সাইকিরণ (25) - এই ছয় বন্ধু রবিবার সকালে ছুটি কাটাতে গিয়েছিলেন রামবিল্লি মণ্ডলের সীতাপালেম সৈকতে । বন্ধুরা মিলে সৈকতে আনন্দ করার পর এই ছয় জন সমুদ্রে স্নান করতে যান ৷

এর পরে তীর সংলগ্ন একটি পাথরের উপরে উঠে ছবিও তোলেন তাঁরা ৷ ঠিক সেই সময় হঠাৎ একটা বড় ঢেউ এসে তাঁদের উপর আছড়ে পড়ে । সেই ঢেউয়ের তোড়ে তাঁরা সবাই সাগরে ভেসে যান । এই দেখে চিৎকার করে ওঠেন আশপাশের লোকজন ৷ তীরে থাকা মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন তাঁদের উদ্ধারের জন্য ৷ বাকি পাঁচজনকে বের করে আনতে সক্ষম হলেও 19 বছরের কাত্তোজু সাইয়ের খোঁজ মেলেনি ৷ আর সাইপ্রিয়াঙ্কা সমুদ্রের নোনা জল খেয়ে অচেতন হয়ে পড়েন ।

আরও পড়ুন:বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, শিবমন্দির এলাকা থেকে উদ্ধার 17টি দেহ

কিছুক্ষণ পরে কাত্তোজু সাইয়ের মৃতদেহ অচ্যুতপুরম মণ্ডলের পুদিমাদাকার তীরে ভেসে ওঠে । খবর পেয়ে রামবিল্লির এসআই ডি. দীনবন্ধু এবং অচ্যুতপুরমের এসআই সানিয়াসিনায়ুডু ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খুঁজে বের করেন । সাইয়ের দেহ আনাকাপল্লি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । কোমায় চলে যাওয়া সাইপ্রিয়াঙ্কাকে আনাকাপল্লি জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

সাইয়ের মৃতদেহ ঢেউয়ের আঘাতে সাগরে ডুবে পুদিমাদাকায় ভেসে গিয়েছিল । অচ্যুতপুরমের এসআই সানিয়াসিনায়ুডুর নেতৃত্বে পুলিশ তাঁর মৃতদেহ দুই কিলোমিটার পর্যন্ত বয়ে নিয়ে যায় । পরে দেহটি অ্যাম্বুলেন্সে আনাকাপল্লি এনটিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ইউনাইটেড বিশাখাপত্তনম জেলার 11টি মণ্ডলে একটি বিস্তীর্ণ উপকূলরেখা রয়েছে । সপ্তাহান্তে এবং কার্তিক মাসে পর্যটকরা তান্তদি-ভাদাপালেম, পুদিমাদাকা, অচ্যুতাপুরম মণ্ডলের সীতাপালেম, রামবিল্লির ভাদানরসাপুরম, কোথাপত্তনম, ভাদাচিপুরুপল্লি, পারভাদার থিক্কাভানিপালেম এবং এস রায়ভারমের রেভুপোলাভারমে যান । তাঁদের কেউ কেউ উপকূলীয় এলাকায় স্থান করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেও কর্তৃপক্ষ এখনও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details