মানসা (পঞ্জাব), 17 মার্চ: 6 বছরের এক শিশুকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মানসা জেলার কোটলি গ্রামে (Six Years Old Boy Shot Dead in Panjab) ৷ পুলিশের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, জসপ্রীত সিং তাঁর ছেলে এবং মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানে দুই দুষ্কৃতী বাইকে করে আসে এবং জসপ্রীত সিংকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ তিনি বেঁচে গেলেও, তাঁর 6 বছরের ছেলে গুলিবিদ্ধ হয় ৷ পুলিশ জানিয়েছে, জসপ্রীত সিংয়ের ছেলে ঘটনাস্থলেই মারা যায় ৷ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা জসপ্রীত সিংকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ৷ কিন্তু, সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তাঁর ছেলের গায়ে লাগে ৷ গুলি লাগার পর শিশুটিকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশকে জসপ্রীত জানিয়েছেন, কে বা কারা এই হামলা চালিয়েছে তা তিনি জানেন না ৷ সকালে গ্রামের বাড়িতে গেলে তাঁদের উপরে দুই যুবক এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ হামলাকারীরা বাইকে করে এসেছিল ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ কেন জসপ্রীত সিংয়ের উপরে প্রাণঘাতি এই হামলা চালানো হল ? সেই বিষয়ে পুলিশ জানার চেষ্টা করছে ৷