চেন্নাই/মুম্বই, 19 সেপ্টেম্বর : আগামী মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election) ৷ কিন্তু তার আগে ছয় রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে রাহুল গান্ধিকেই (Rahul Gandhi) সভাপতি চেয়ে প্রস্তাব পাস হল ৷ সেই তালিকায় তামিলনাড়ু, মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্য রয়েছে ৷
তামিলনাড়ু কংগ্রেসে (Congress) এখন সভাপতি কে এস আলাগিরি ৷ তিনি দলের বৈঠকে প্রস্তাব দেন যে রাহুল গান্ধিই কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব ৷ তাঁর সেই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় ৷ পরে বিষয়টি তামিলনাড়ু কংগ্রেসের তরফে থেকে টুইট করে জানানো হয় ৷
একই ভাবে মহারাষ্ট্র ও বিহারের কংগ্রেসও রাহুলকে সভাপতি চেয়ে প্রস্তাব পাস করেছে ৷ এর আগে গুজরাত, ছত্তীশগড় ও রাজস্থান কংগ্রেসও রাহুল গান্ধি আরও একবার দলের সভাপতি করার দাবিতে প্রস্তাব পাস করায় ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2017 সালের শেষে কংগ্রেসের সভাপতি পদে বসেছিলেন রাহুল গান্ধি ৷ তাঁর নেতৃত্বেই 2019 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) লড়াই করে কংগ্রেস ৷ কিন্তু ভোটে ভরাডুবি হয় জাতীয় ক্ষেত্রে বিজেপির প্রধান প্রতিপক্ষের ৷ তার পর হারের দায় স্বীকার করে সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল ৷
এর পর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী হন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ সেই সময় থেকে তাঁর হাতেই রয়েছে দলের নিয়ন্ত্রণ ৷ কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতারা গত দু’তিন বছরে দলের সাংগঠনিক নির্বাচনের দাবিতে সরব হয়েছেন ৷ 23 জন নেতা একসঙ্গে চিঠি লেখেন সোনিয়া গান্ধিকে ৷ এই নিয়ে বিতর্কও হয় ৷ ওই 23 নেতাকে কংগ্রেসের একটি অংশ জি-23 নামও দেয় ৷
ওই জি-23 র অনেক নেতা ইতিমধ্যে কংগ্রেস ছেড়েছেন ৷ সম্প্রতি ইস্তফা দিয়েছেন কাশ্মীরি কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ তিনি দল ছাড়ার সময় চিঠি লেখেন সোনিয়া গান্ধিকে ৷ সেই চিঠিতে তিনি সরাসরি তোপ দাগেন রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ রাহুলের শিশুসুলভ আচরণই কংগ্রেসকে শেষ করছে বলেও তিনি অভিযোগ করেন ৷
যদিও তার পরই কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করে ওয়ার্কিং কমিটি (Congress Working Committee) ৷ সেই নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে ৷ তার মাঝেই চলছে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ যা গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে ৷ সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই যাত্রা শেষ হবে কাশ্মীরে ৷
ওই যাত্রায় প্রথম দিন থেকেই রয়েছেন রাহুল গান্ধি ৷ তামিলনাড়ু পেরিয়ে তিনি এখন ভারত জোড়ো যাত্রা নিয়ে রয়েছেন কেরলে ৷ এখন দেখার তিনি রাহুল গান্ধি সভাপতি নির্বাচনে লড়াই করতে রাজি হন কি না !
আরও পড়ুন :ভারত জোড়োর মিছিলে শিশুকন্যার জুতো পরিয়ে দিলেন রাহুল, সরলতা বলছে কংগ্রেস