দেরাদুন, 25 মে : উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়ালে খাদে উলটে গেল বোলেরো ৷ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হল 5 পুণ্যার্থী-সহ 6 জনের ৷ পুণ্যার্থীদের প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার মৃত আরও এক গাড়ির ড্রাইভার উত্তরাখণ্ডেরই বাসিন্দা ৷ তেহরি গাড়োয়াল থেকে উত্তরকাশী যাওয়ার পথে বুধবার বিকেল 3 টে 30 মিনিট নাগাদ খাদে উলটে যায় প্রাইভেট কারটি (Six people died in a road accident near Uttarkashi) ৷ জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷
জানা গিয়েছে, উত্তরকাশী যাওয়ার পথে 94 নং জাতীয় সড়কে কান্দি সৌদ তেহসিলের নিকট গঙ্গোত্রী হাইওয়েতে থেকে গভীর খাদে উলটে যায় গাড়িটি ৷ খাদের গভীরতা এতটাই ছিল যে, দুর্ঘটনার মুহূর্তে আগুন ধরে যায় বোলেরোটিতে ৷ আর তাতেই ঘটনাস্থলে ঝলসে মৃত্যু হয় 6 জনের ৷ গাড়িতে সওয়ার বাংলার পাঁচ পুণ্যার্থীর মধ্যে তিনজন সোনারপুরের একই পরিবারের ৷ এঁরা হলেন- নীলেশ ভুনিয়া (23), মদন মোহন ভুনিয়া (61) এবং ঝুমুর ভুনিয়া (59) ৷ মৃত বাকি দু'জন প্রদীপ দাস (47) এবং দেবমাল্য দেব নাথ (43) ৷ প্রত্যেকেই চারধামের পথে যাচ্ছিলেন ৷