মুম্বই, 5 ডিসেম্বর : দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ মহারাষ্ট্রের পুনেতে নাইজেরিয়া ফেরত একাধিক ব্যক্তি ওমিক্রন আক্রান্ত বলে জানাল সেখানকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (several people coming from Nigeria to Pune infected with omicron varient) ৷ নাইজেরিয়া ফেরত তিনজনের সংস্পর্শে এসে আক্রান্ত হলেন আরও 3 ৷ সবমিলিয়ে নয়া 6 ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল পশ্চিমের রাজ্যটিতে ৷ মহারাষ্ট্রে এনিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল 8 (Omicron tally in Maharashtra rises to 8) ৷
পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (National Institute Of Virology) জানিয়েছে, গত 24 নভেম্বর নাইজেরিয়ার রাজধানী লাগোস থেকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে পুনেতে আসেন বছর চুয়াল্লিশের এক মহিলা ৷ ওই মহিলা এবং তাঁর দুই মেয়ের সঙ্গে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তাঁর ভাই এবং ভাইয়ের দুই মেয়েও ৷ ফিনল্যান্ড ফেরৎ পুনের আরও এক ব্যক্তির দেহে এদিন ওমিক্রনের নমুনা মিলেছে বলে জানিয়েছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি ৷