শ্রীনগর, 1 মে:গত মাসের 20 তারিখ জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন 5 জন সেনা জওয়ান ৷ সেই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷ এই তালিকায় এক ধর্ম উপদেশক, এক সরকারি কর্মী ও আরও 4 ব্যক্তি রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনা প্রসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
মৌলবি মনজুর নামে মাদ্রাসার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানি গিয়েছে ৷ তার সঙ্গে হামলা চালানো জঙ্গিদের পরিচয় ছিল বলে সন্দেহ ৷ উল্লেখ্য, 20 এপ্রিলের জঙ্গি হানায় সেনা বোঝাই গাড়িতে আগুন লেগে 5 সেনা প্রাণ হারান, আহত হন 6 সেনা ৷ পুঞ্চের থেকে প্রায় 90 কিমি দূরে যখন সেনা বোঝাই ওই গাড়িটি ভিম্বের গলি থেকে সাঙ্গিয়তের দিকে যাচ্ছিল সেই সময়ে ওই হামলা চালানো হয় ৷
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, স্থানীয়দের সাহায্য ছাড়া জঙ্গিদের পক্ষে ওই হামলা চালানো সম্ভব ছিল না ৷ হামলায় ব্যবহার করা হয়েছিল আইইডি ও স্টিল কোটেড বুলেট ৷ তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পুঞ্চ ও রাজৌরি এলাকায় 12 জন বিদেশি জঙ্গি সক্রিয় আছে ৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ বৃষ্টির মধ্যে সেদিন যেভাবে হামলা চালান হয়, তাতে মনে ককা হচ্ছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকা রেকি করে আগে থেকে পরিকল্পনা সাজিয়েছিল জঙ্গিরা ৷ জঙ্গিরা সেনা গাড়ির গতির বিষয়টিও মাথায় রেখেছিল ৷
উল্লেখ্য, 20 এপ্রিলের ওই ঘটনার পর জম্মুর একাধিক এলাকায় পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছিল ৷ পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিয়ে ভারতের জাতীয় পতাকা হাতে মিছিল করেছিলেন এলাকাবাসী ৷ বিজেপি নেতা-কর্মীরাও পথে নেমে প্রতিবাদ দেখিয়েছিলেন ৷ ঘটনায় পাক যোগের কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না ৷
আরও পড়ুন: দুর্ঘটনার পর গাড়ি বনেটের উপর 500 মিটার টেনে নিয়ে যাওয়ায় যুবকের মৃত্যু দিল্লিতে