রাজস্থান, 11 সেপ্টেম্বর: রাজস্থানে ভরতপুরে গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভরতপুর জেলার রূপবাস থানা এলাকায় ৷ নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই পরিবারের 8 সদস্য রাজস্থানের খড়গপুর গ্রামের খাতু শ্যাম জি’র মন্দির দর্শন করে ফিরছিলেন ৷ খড়গপুরে তাঁদের গ্রামের বাড়ি ৷ সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন, রূপবাস থানার আধিকারিক বান্নি সিং ৷
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্তে ঘাতক বাসের চালকের গাফিলতি সামনে এসেছে ৷ বাসটি ওভার টেক করতে গিয়ে উলটোদিক থেকে আসা গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে নিয়ে চালক সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ ৷ দুর্ঘটনার পর স্থানীয়রাই পুলিশ খবর দেয় ৷ এর পরেই সেখানে পুলিশ ও অ্যাম্বুল্যান্স পৌঁছায় ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই এক শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়েছিল ৷ বাকি তিন শিশুকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভরতি করানো হলে, সেখানে আজ সকালে একটি বাচ্চার মৃত্যু হয় ৷