বেলাগাভি (কর্ণাটক), 5 জানুয়ারি: কর্ণাটকে (Karnataka) একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 পুণ্যার্থীর ৷ এদের মধ্যে দু'জন কিশোরী ৷ আহত কমপক্ষে 16 (Six people Died and many injured) ৷ বৃহস্পতিবার মন্দিরে যাওয়ার সময় একটি পিক-আপ ভ্যান গাছে গিয়ে ধাক্কা মারে (Vehicle Hits Tree) ৷ দুর্ঘটনাটি ঘটেছে কামাটাকা বেলগাভি জেলার রামদুর্গা তালুকু-র চিচানুরে ৷
জানা গিয়েছে, এদিন একটি পিক-আপ ভ্যান 23 জন পুণ্যার্থীকে নিয়ে ইয়াল্লামা দেবীর দর্শনে সাভাদত্তিতে যাচ্ছিল । চিচানুরে পিক-আপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ যাত্রী সমেত পিক-আপ ভ্যান গিয়ে ধাক্কা মারে গাছে ৷ মৃতরা সকলে রামদুর্গা তালুকের হুলাকুন্ড গ্রামের বাসিন্দা ৷ নিহতদের নাম হল হানামাভা মেগাদি (25), দীপা (31), সবিতা (12), সুপ্রীতা (11), মারুতি (43), ইন্দ্রবা (24)। দুর্ঘটনায় কমপক্ষে 16 জন আহত হয়েছে ৷ তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ তিনি মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ৷ বাসবরাজ বোম্মাই বলেছেন, "ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে । আমি এই বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সকালে ৷ সরকার আহতদের সমস্তরকমের চিকিৎসার ব্যবস্থা করবে । কেন এমন ঘটনা ঘটল তা জানতে তদন্তও শুরু করা হয়েছে ।"