গুরুগ্রাম, 9 অগস্ট: পরিস্থিতি বুঝে উঠতে ব্যর্থ হয়েছে প্রশাসন ৷ হিংসার ঘটনায় প্রশাসনিক গাফিলতির কথা এভাবেই কার্যত স্বীকার করে নিলেন হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা ৷ 31 জুলাই সংঘর্ষের ঘটনা ঘটে হরিয়ানার নুহতে ৷ পরে তা ছড়িয়ে পড়ে গুরুগ্রাম এবং অন্য কয়েকটি জেলায় ৷ রাজ্য সরকার মোবাইলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ৷ এসএমএস পরিষেবাও বন্ধ ৷ 11 অগস্ট পর্যন্ত হরিয়ানার কয়েকটি জায়গায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জানা গিয়েছে ৷
31 জুলাই নুহতে একটি মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ এই প্রসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী বলেন, "আইন ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ আধকারিক জানিয়েছেন, মিছিলের আয়োজক 3 হাজার 200 জনের জন্য অনুমতি নিয়েছিলেন ৷ সেই অনুযায়ী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ প্রশাসন পুরো বিষয়টি ঠিকঠাক অনুধাবন করতে পারেনি ৷" তিনি আরও জানান, নুহের এসপি (এখন স্থানান্তরিত) 22 জুলাই থেকে ছুটিতে ছিলেন ৷ এই অবস্থায় অতিরিক্ত এসপির পক্ষে পরিস্থিতিটি বোঝা সম্ভব হয়ে ওঠেনি ৷ এ নিয়ে তদন্ত চলছে ৷