পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ধর্ম নিয়ে রাজনীতি নয়', রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও থাকছেন না সীতারাম ইয়েচুরি - religion personal choice

Sitaram Yechury turns down Ram temple inauguration invite: রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন না প্রবীণ বাম নেতা সীতারাম ইয়েচুরি ৷ দলের তরফে জানানো হয়েছে, দল ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করে ৷ তবে রাজনৈতিক দল হিসেবে সিপিআই(এম) ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখবে ৷

ETV Bharat
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না সীতারাম ইয়েচুরি

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 7:18 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করলেন না সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ মঙ্গলবার দলের পক্ষ জানানো হয়েছে, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয় ৷ একে হাতিয়ার করে রাজনৈতিক সুবিধা নেওয়া উচিত নয় ৷ তাই অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন অনুষ্ঠানে দলের কেউ উপস্থিত থাকবে না ৷

এই প্রসঙ্গে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সোশাল মিডিয়ায় জানায়, "আমাদের নীতি, ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করা এবং প্রত্যেকের এই অধিকার আছে ৷ ধর্ম ব্যক্তিগত পছন্দের বিষয় ৷ একে হাতিয়ার করে রাজনৈতিক লাভ করা উচিত নয় ৷ কমরেড সীতারাম ইয়েচুরি আমন্ত্রণ পেয়েছেন ৷ কিন্তু তিনি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন না ৷"

পলিটব্যুরোর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন সীতারাম ইয়েচুরি ৷ বিবৃতিতে আরও জানানো হয়, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্য সরকারি আধিকারিকদের জড়িয়েছে ৷ এই অনুষ্ঠানকে সরাসরি রাজ্য-সরকারের অনুষ্ঠানে পরিণত করেছে ৷

সিপি(আই)এম নেত্রী বৃন্দা কারাট রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, "সিপিআই(এম) সাধারণ সম্পাদক অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন ৷ সিপিআই(এম) এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে না ৷ পলিটব্যুরো একটি বিবৃতি জারি করে জানিয়েছে, সিপিআই(এম)-এর নীতি অনুযায়ী, আমরা ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি ৷ তবে রাজনৈতিক দল হিসেবে ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখি ৷" আগামী 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ৷ অনুমান, এই অনুষ্ঠানে 6 হাজারেরও বেশি মানুষ হাজির থাকবেন ৷

আরও পড়ুন:

  1. অভিষেকের নবজোয়ার থেকে শাহের টার্গেট 35 ও হিংসাদীর্ণ পঞ্চায়েত ভোট
  2. অযোধ্যার হোটেলে ঘরভাড়া চড়ল 1 লাখে ! রামমন্দির উদ্বোধনের মুখে তুঙ্গে অগ্রিম বুকিং
  3. শ্রীরামের দর্শনে মুর্শিদাবাদ থেকে অযোধ্যার উদ্দেশে খালি পায়ে যাত্রা ব্যক্তির

ABOUT THE AUTHOR

...view details