কান্নুর, 10 এপ্রিল : তৃতীয়বারের জন্য সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেলেন সীতারাম ইয়েচুরি (CPM General Secretary Sitaram Yechury) ৷ কান্নুরে অনুষ্ঠিত সিপিএমের 23তম পার্টি কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ 2015, 2018 র পর ফের এই পদে এলেন ইয়েচুরি ৷ রবিবার দলের পলিটব্যুরো সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে ৷ বয়সের কারণে বিমান বসু ছাড়াও বাংলার হান্নান মোল্লা বাদ পড়েছেন পলিটব্যুরো থেকে ৷ একই কারণে অব্যাহতি পেয়েছেন কেরলের এস রামাচন্দ্রন পিল্লাইও ৷ রবিবারই ছিল সিপিএমের 23তম পার্টি কংগ্রেসের শেষদিন ৷
2015 সালে বিশাখাপত্তনমে সিপিএমের 21তম পার্টি কংগ্রেসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন সীতারাম ইয়েচুরি ৷ তাঁর আগে এই পদে ছিলেন প্রকাশ কারাট ৷ এরপর 2018 সালেও এই পদে নির্বাচিত হন তিনি ৷ আর রবিবার তৃতীয় বারের জন্য এই পদে ফিরলেন ইয়েচুরি ৷ সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী কোনও ব্যক্তি সর্বোচ্চ তিনবার এই পদে থাকতে পারেন ৷