সেকেন্দ্রাবাদ, 30 এপ্রিল:প্রতিদিনের মতো দাদা ও বোন বাজারে গিয়েছিল ৷ বাড়ি ফেরার পথে ঘটল বিপত্তি! বৃষ্টির জেরে রাস্তাঘাট ছিল জলমগ্ন ৷ তারা বুঝতে পারেনি সামনেই অপেক্ষা করছে মরণফাঁদ। চলতে চলতে খোলা ম্যানহোলে পড়ে যায় দাদা ৷ দাদাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বোনের (11) ৷ শনিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের কালসিবস্তিতে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বোনের নাম মৌনিকা। শ্রীনিবাস এবং রেণুকার ছেলে কার্তিক, বোন মৌনিকাকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো বাজার করতে গিয়েছিল ৷ বাড়ি ফেরার পথে কার্তিক খোলা ম্যানহোলে পড়ে যাওয়ায় মৌনিকা তাকে বাঁচাতে যায় ৷ দাদাকে উপরে তুলে দিয়ে নিজে আর উঠতে পারে না ৷ তৎক্ষণাৎ কার্তিক বাড়িতে গিয়ে জানায় ৷ বেশ কিছুক্ষণ ধরে মৌনিকাকে উদ্ধারের চেষ্টা করেন বাবা-মা ও স্থানীয়রা। খুঁজে না-পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
তারা তড়িঘড়ি এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় দুর্ঘটনাস্থল থেকে 500 মিটার দূরে মৌনিকাকে ম্যানহোল থেকে উদ্ধার করে। উদ্ধআর করে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সবশেষ। চিকিৎসকরা জানান নাবালিকার মৃত্যু হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।