নয়াদিল্লি ও ব্রিটেন, 11 মে : অ্যাস্ট্রাজেনেকার একটি ডোজ়েই করোনায় মৃত্যুর সম্ভাবনা 80 শতাংশ কমিয়ে দিচ্ছে ৷ অ্যাস্ট্রাজেনেকার টিকাকরণ সংক্রান্ত তথ্য তুলে ধরে আজ এমনটাই জানানো হয়েছে ইংল্যান্ডের পাবলিক হেল্থের তরফে ৷
ইংল্যান্ডের পাবলিক হেল্থের বিবৃতিতে আরও বলা হয়েছে ফাইজ়ার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার পর করোনায় মৃত্যু সম্ভাবনা 80 কমিয়ে দিচ্ছে ৷ এবার দ্বিতীয় ডোজ় নেওয়ার পর মৃত্যুর সম্ভাবনা আরও কমে 97 শতাংশ হয়েছে ৷