সোনিপত (হরিয়ানা), 17 অক্টোবর :সিঙ্ঘু সীমানায় দলিত যুবককে খুনের ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে ছ’দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত ৷ রবিবার সোনিপত আদালত এই নির্দেশ দিয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নারায়ণ সিং, ভগওয়ান্ত সিং এবং গোবিন্দপ্রীত সিং ৷
আরও পড়ুন :Singhu Border Lynching Case : সিঙ্ঘু সীমান্তে লখবীর সিং খুনে গ্রেফতার নিহাঙ্গ গোষ্ঠীর নারায়ণ সিং
এদিনের শুনানিতে ধৃতদের 14 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ তাদের যুক্তি ছিল, এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে ৷ কিন্তু তাদের সকলের বিস্তারিত পরিচয় মেলেনি ৷ তবে ধৃত তিন ব্যক্তি বাকি অভিযুক্তদের মুখ চেনে ৷ তাই তাদের পাকড়াও করতে হলে ধৃতদের সাহায্য দরকার ৷ এছাড়া, সিঙ্ঘু সীমানার যেখানে এই পৈশাচিক ঘটনাটি ঘটানো হয়, সেখান থেকে বেশ কিছু রক্তমাখা পোশাক উদ্ধার হয়েছে ৷ তা থেকেও বাকি অভিযুক্তদের সন্ধান মিলতে পারে বলে আশা পুলিশের ৷ তাদের দাবি, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ধৃতদের একাধিক জায়গায় নিয়ে যেতে হবে ৷ সব শুনে এদিন ধৃত তিন অভিযুক্তেরই ছ’দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক ৷