সিঙ্গাপুর, 19 মে : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি খারিজ করল সিঙ্গাপুর সরকার ৷ পরিষ্কার জানিয়ে দিল করোনা ভাইরাস নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগের কোনও সত্যতা নই ৷ কেজরিওয়াল দাবি করেন করোনা ভাইরাসের সিঙ্গাপুর স্ট্রেন ভারতে হানা দিতে পারে ৷ যা শিশুদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ৷ তাই অতি দ্রুত সিঙ্গাপুরের সঙ্গে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান কেজরিওয়াল ৷
করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ভারতে প্যানডেমিকের তৃতীয় ঢেউ আনতে পারে ৷ এই মর্মে হিন্দিতে একটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি লেখেন, ‘‘ করোনা ভাইরাসের সিঙ্গাপুরের স্ট্রেন বলা হচ্ছে শিশুদের জন্য খুব মারাত্মক ৷ এটি দিল্লিতেও তৃতীয় ঢেউ হিসেবে আসতে পারে ৷ আমি কেন্দ্রীয় সরকারের কাছে সিঙ্গাপুরের সঙ্গে সমস্ত বিমান পরিষেবা বাতিল করার আবেদন করছি ৷ এবং গুরুত্ব দিয়ে শিশুদের জন্য ভ্য়াকসিন তৈরি করতে হবে ৷’’