চণ্ডীগড়, 20 মার্চ: শিরোমণি অকালি দলের সভাপতি তথা লোকসভার সাংসদ সিমরনজিত সিং মানের (Simranjit Singh Mann) টুইটার অ্য়াকাউন্টে বন্ধ করে দেওয়া হল (Twitter Account Withheld) ৷ খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং (Tweet on Amritpal Singh) সম্পর্কে টুইটারে মন্তব্য করাতেই সিমরনজিতের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে ৷ সিমরনজিত দাবি করেন, পঞ্জাব পুলিশ হয়তো অমৃতপালকে খুন করতে পারে ! একইসঙ্গে, পুলিশ ও প্রশাসনকে কার্যত হুমকিও দেন তিনি ৷ প্রবীণ এই রাজনীতিক লেখেন, যদি কোনও ভুয়ো সংঘর্ষে অমৃতপালকে খুন করা হয়, তাহলে সারা বিশ্বের শিখ সম্প্রদায় এর জবাব দেবে ! অমৃতপালের বিরুদ্ধে কোনও বেআইনি পদক্ষেপ করা হলে শিখ সমাজের তরফ থেকে তার সার্বিক প্রতিবাদ করা হবে ৷
সিমরনজিতের দাবি, "ওদের (পুলিশকে) অমৃতপালকে বিচারকের সামনে পেশ করতে হবে ৷ কিন্তু, তেমনটা যদি না করা হয়, এবং অমৃতপাল যদি কোনও এনকাউন্টারে মারা যান, তাহলে শুধুমাত্র ভারতে নয়, সারা পৃথিবীতে শিখ সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়াবে ৷ ওঁকে (অমৃতপালকে) পলাতক ঘোষণা করা হয়েছে ৷ এটা মোটেও ঠিক নয় ৷ সংসদের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে আমি সরকারকে বলতে চাই, তাদের অমৃতপালকে খুন করা উচিত নয় ৷"
এদিকে, অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ ৷ তাদের তরফে জানানো হয়েছে, এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত মোট 78 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এর বাইরেও বহু মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ৷